Saswata Chatterjee: এ বার স্বাধীনতা সংগ্রামী হতে চান শাশ্বত চট্টোপাধ্যায়, শুরু করেছেন প্রস্তুতি

Last Updated:

বিনয়-বাদল-দীনেশ’কে যিনি দেশ মন্ত্রে দীক্ষিত করেছিলেন, সেই স্মরণীয় স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে শাশ্বত(Saswata Chatterjee)-কে।

#কলকাতা: করোনা অতিমারীর জের কাটিয়ে শুরু হতে চলেছে  '৮/১২' ছবির শ্যুটিং।  স্বাধীনতা সংগ্রামী বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তের স্মরণীয় মহাকরণ অভিযান নিয়ে এই ছবির।  ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন শ্বাশত চট্টোপাধ্যায়। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর সেই দুঃসাহসিক অভিযানের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতেই ছবির নাম ‘৮/১২’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিয়েছেন অভিনেতা। বিনয়-বাদল-দীনেশ’কে যিনি দেশ মন্ত্রে দীক্ষিত করেছিলেন, সেই স্মরণীয় স্বাধীনতা সংগ্রামী হেমচন্দ্র ঘোষের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে শাশ্বতকে।
ছবিতে বিনয় বসুর ভূমিকায় অভিনয় করছেন কিঞ্জল নন্দ। বাদল গুপ্তের চরিত্রে থাকছেন অর্ণ মুখোপাধ্যায় ও দীনেশ গুপ্তের হিসেবে দেখা যাবে সুমন বসুকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনুষ্কা চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, বিপাশা সাহা সহ বাংলা থিয়েটারের বিশিষ্ট শিল্পীরা। এর পাশাপাশি, ছবিতে অন্য আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ও।
advertisement
advertisement
সম্প্রতি হয়ে গেল ছবির মহরৎ। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। '৮/১২' ছবিটির পরিচালনার করছেন অরুণ রায়। পরিচালক ‘এগারো’, ‘হীরালাল’ -এর মতো পিরিয়ড ছবি বানিয়েছেন, তাই ইতিহাস নির্ভর তাঁকে টানে বেশি। এই ধরনের বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা অরুণ রায়ের রয়েছে। তাই প্রত্যাশা থেকেই যায়। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকেই শুরু হবে '৮/১২' ছবির শ্যুটিং।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saswata Chatterjee: এ বার স্বাধীনতা সংগ্রামী হতে চান শাশ্বত চট্টোপাধ্যায়, শুরু করেছেন প্রস্তুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement