গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’.. অগ্নিকে আদর মাখা শুভেচ্ছা সুদীপার

Last Updated:

‘তোমরা আগে কিছু ছিল না...পরেও কিছু থাকবে না’........অগ্নিদেবকে লেখা সুদীপার চিঠির পরতে পরতে শুধুই প্রেম ।

#কলকাতা: দেখতে দেখতে কেটে গিয়েছে গোটা একটা দশক অর্থাৎ দশ বছর । অগ্নিদেব চট্টোপাধ্যায় আর সুদীপা চট্টোপাধ্যায়ের ভালবাসার জীবন  পেরিয়ে এল ১০টা বসন্ত । এতগুলো দিন একসঙ্গে কাটানোর সেই অসাধারণ অভিজ্ঞতা, সেই প্রেম-বিরহ-ভালবাসা, সেই সুখে-দুঃখে-মানে-অভিমানে জড়িয়ে থাকা সবটাই যেন স্বপ্নের মত । প্রেমের ১০ বছর পূর্তিতে স্বামী অগ্নিদেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লেখা খোলা চিঠিতে এমনটাই জানালেন ‘রান্নাঘর’-খ্যাত সুদীপা ।
২০১৫ সালে বিয়ে হয় সুদীপা-অগ্নিদেবের । অগ্নির এটা ছিল দ্বিতীয় বিয়ে । কিন্তু ২০১০ সাল থেকে একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল তাঁদের । একদিন লাঞ্চে সুদীপা’কে ডেকেছিলেন পরিচালকমশাই । সুদীপা নিজেই লিখেছেন ‘‘এখনও মনে হয়- এই তো সেদিন তুমি আমাকে lunch’e ডাকলে...সেই যে কাছে এলুম- দশ দশটা বছর চলে গ্যালো, একটা দিনের জন্যও তোমার ওপর অভিমান করে,বাপের বাড়ি বা অন্য কোথাও যাইনি। নাহ্! একটা দিনও না।’’
advertisement
advertisement
সুদীপার পোস্টে শুধুই ভালবাসা আর প্রেমের নরম আদর লেগে রয়েছে । কী ভাবে তাঁর সমস্ত স্বপ্ন অগ্নি পূরণ করছেন, কী ভাবে তাঁর জন্য তিন তিনটে কুকুরের বাঁদরামো সহ্য করছেন অগ্নি, সবটাই লিখেছেন চট্টোপাধ্যায় গিন্নি । তাঁর কোনও মান-অভিমানকেই বাসি হতে দেননি স্বামী অগ্নিদেব, শুধু তাই নয় তাঁকে দিয়েছেন টিনটি’কে, ছেলে আদিদেব’কে । তাই তো শেষে সুদীপা লিখেছেন, ‘‘তোমার আগে কিছু ছিলো না, আর তোমার পরেও থাকবে না। আমার সবথেকে বেশি গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’। এছাড়া আর কিচ্ছু নেই।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
গর্ব হয় বলতে যে, আমি তোমার ‘বউ’,আর তুমি আমার ‘বর’.. অগ্নিকে আদর মাখা শুভেচ্ছা সুদীপার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement