পঞ্চমীতে সাধ, তারপর মা হওয়া...ছেলের জন্মদিনে অদেখা ভিডিও শেয়ার করলেন সুদীপা

Last Updated:

তার প্রথম তাকানো, প্রথম কান্না, দুষ্টুমি, আহ্লাদ সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মা সুদীপা । প্রতিটা মুহূর্তই ধরা রয়েছে মুঠো ফোনের ক্যামেরায় ।

#কলকাতা: দেখতে দেখতে দু’বছর হয়ে গেল সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে অদিদেভের ৷ ১২ নভেম্বর, ২০১৮-য় ফুটফুটে আদির জন্ম দিয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, সঞ্চালিকা সুদীপা ৷ দেখতে দেখতে ২ বছর পেরিয়ে এল ছোট্ট আদি ৷ ছেলের জন্মদিনে আদির মিষ্টি একটি ভিডিও শেয়ার করেছেন সুদীপা ৷ সেই ছবিতেই আদির এই দু’বছরের জার্নিটাকে তুলে ধরার চেষ্টা করেছেন । পাশাপাশি নিজের মা হয়ে ওঠার গল্পও রয়েছে লম্বা সেই ভিডিওতে । দু’বছর আগে পঞ্চমীর দিন সাধ খেয়েছিয়েন সুদীপা । তারপর ১২ তারিখ জন্ম হল আদির । তার প্রথম তাকানো, প্রথম কান্না, দুষ্টুমি, আহ্লাদ সবটাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন মা সুদীপা । প্রতিটা মুহূর্তই ধরা রয়েছে মুঠো ফোনের ক্যামেরায় ।
এ বছর প্যানডেমিকের কারণে আদির জন্মদিন খুব বড় করে আয়োজন করতে পারেননি সুদীপা-অগ্নিদেব । ছাদে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে ।
advertisement
খোলা ছাদেই কেক কেটেছে আদি । খুদে চেহারায় নীল রঙা ব্লেজার পরে স্যুটেড-ব্যুটেড আদিকে দারুণ লাগছিল দেখতে । সঙ্গে ছিল তার ছোটা ভীমের বার্থ ডে কেক । তাতে রয়েছে ভীম, ছুটকি, কালিয়া-সহ ভীমের সমস্ত সাঙ্গোপাঙ্গরাই । কেকের উপর লেখা ঢোলকপুর (ভীমের বাড়ি) ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পঞ্চমীতে সাধ, তারপর মা হওয়া...ছেলের জন্মদিনে অদেখা ভিডিও শেয়ার করলেন সুদীপা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement