জয়া আহসানের জন্মদিনে গোপন খামের ভিড়ে পরিচালক শিবপ্রসাদের গান

Last Updated:

জয়া আহসানকে (Jaya Ahsan) কাব্যিক শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর জন্মদিন ৷

কলকাতা : জয়া আহসানকে (Jaya Ahsan) কাব্যিক শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর জন্মদিন ৷ সেই উপলক্ষে শিবপ্রসাদ ফেসবুকে জয়ার দু’টি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, ‘‘তোমার জন্মদিনে গোপন খামের ভীড়ে আমিও গাইব গান। শুভ জন্মদিন জয়া আহসান’’।
দু’ বছর আগে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘কণ্ঠ’-তে উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন জয়া ৷ অভিনয় করেছিলেন স্পিচ থেরাপিস্ট রোমিলা মুখোপাধ্যায়ের চরিত্রে ৷ তাঁর সাবলীল অথচ মায়াময় অভিনয় এই ছবির অন্যতম উপজীব্য ৷
advertisement
বাংলাদেশের বিনোদন জগতে মডেলিং দিয়ে শুরু জয়ার কেরিয়ার ৷ ঠান্ডা পানীয়র বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন তিনি ৷ ওপার বাংলার জনপ্রিয় এই শিল্পী ২০১৩ সালে প্রথম এপার বাংলায় অভিনয় করেন ৷ অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছিল তাঁর প্রথম টালিগঞ্জের বাংলা ছবি ৷
advertisement
এর পর তাঁর নামের পাশে একে একে যোগ হয়েছে ‘রাজকাহিনি’, ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘ক্রিসক্রস’ এবং ‘রবিবার’ ৷ অরিন্দম, শিবপ্রসাদের পাশাপাশি তিনি অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, বীরসা দাশগুপ্ত এবং অতনু ঘোষের পরিচালনায় ৷
সামাজিক মাধ্যমেও জয়া খুব সক্রিয় ৷ তাঁর পোস্ট মানেই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা ৷ একইসঙ্গে তাঁকে ট্রোলডও হতে হয়েছে বিভিন্ন কারণে ৷ কিন্তু ট্রোলিং নস্যাৎ করে বর্ণময় পোস্ট নিজের প্রোফাইল সাজিয়েছেন তিনি ৷
advertisement
দুই বাংলাতেই জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেত্রীরর সামাজিক মাধ্যমে অসংখ্য অনুরাগী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৷ জয়ার জন্মদিনে শিবপ্রসাদের পোস্টে ভাল লাগা ও ভালবাসার প্রতিক্রিয়া জানিয়েছেন ১২ হাজারের বেশি নেটিজেন ৷ মন্তব্য এসেছে ৫০০-র কাছাকাছি ৷ শেয়ার করা হয়েছে শতাধিক বার ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জয়া আহসানের জন্মদিনে গোপন খামের ভিড়ে পরিচালক শিবপ্রসাদের গান
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement