ঠিক তোর মতো কেউ ভালোবাসে না! সবের মধ্যেও একরাশ শূন্যতা নিয়ে ‘সেই তুমি’র খোঁজে শুভশ্রী

Last Updated:

মনটা এক্কেবারেই ভাল নেই ৷ কাজ কাজের মতো চলছে ৷ জীবনটা কোনওমতে এগিয়ে নিয়ে যাওয়া চলছে ৷ তবে জীবনটা কোথায় যেন ফাঁকা ফাঁকা ৷

#কলকাতা: মনটা এক্কেবারেই ভাল নেই ৷ কাজ কাজের মতো চলছে ৷ জীবনটা কোনওমতে এগিয়ে নিয়ে যাওয়া চলছে ৷ তবে জীবনটা কোথায় যেন ফাঁকা ফাঁকা ৷ আশপাশে সব কিছু থেকেও কোথায় যেন একরাশ শূন্যতাই সর্বক্ষণের সঙ্গী ৷ সব কিছু চলছে তবে আগের মতো প্রাণ নেই ৷ যেন চলতে হয়, তাই চলা ৷
কেমন যেন একটা আনমনা ভাব ৷ জীবন থেকে কি যেন হারিয়ে গিয়েছে ৷ আসলে জীবন থেকে হারিয়ে গিয়েছে ভালোবাসার মানুষখানা ৷ এ বার আসল কথায় আসা যাক ৷ আসলে আজ শনিবার শনিবার মুক্তি পেল পরিণীতা ছবির দ্বিতীয় গান ‘সেই তুমি’। আর সেই গানেই উঠে এসেছে এমন এক গল্প ৷ শুভশ্রী অভিনীত চরিত্রটির সুখ-দুঃখ, ভালোবাসা, চাপা কষ্ট-সব কিছুই যেন উঠে এসেছে এই গান আর তাঁদের অভিনয়ের গুণে ৷ এ যেন এক অন্যরকম শুভশ্রী ৷ যাঁকে হয়তো এর আগে কখনও দেখেননি বাংলা ছবির দর্শকরা ৷ আর তাঁর পাশে থেকে সহযোগিতা করে গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ৷
advertisement
View this post on Instagram

#sheitumi #parineeta

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

advertisement
advertisement
যত সময় এগিয়ে ছবিকে গল্পের মোড় ততই যেন নতুন দিক খুলছে। এই গান মুক্তির পর ইঙ্গিত মিলল সেই দিকেরই। শনিবার রাজ চক্রবর্তীর নিজস্ব চ্যানেলে মুক্তি পায় এই গান। সেখানেই এক অন্য ধারার লুকে ধরা পড়ল শুভশ্রী, শান্ত, নম্র, পরিণত। ছবির প্রথম পোস্টার যখন প্রকাশ্যে এসেছিল তখন থেকেই এক দুষ্টমিষ্টি সম্পর্কের আভাস মিলেছিল। সেখান থেকেই প্রেম। তারপরই গল্পের ভাঁজ ভাঙল ছবির ট্রেলার মুক্তির পর। সেখানেই দেখা গেল ছবির অভিনেতা ঋত্বিকের মৃত্যু। তারপরের গল্পটা এবার সামনে উঠে এল এই গানের মধ্যে দিয়ে। কষ্ট, মান, অভিমান, ভয়, অসহায়তার সবদিকই যেন চরমসীমায় গিয়ে পৌঁছে গেল।
advertisement
সেই দিকে নজর দিয়েই এবার সামনে এল পরিণীতা ছবির গান। অনবদ্য গানের কথা থেকে সুর। এক কথায় যা মন ছুঁয়ে যায়। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়েই হৃদয়ে মোচড় দেওয়া গান মুক্তির পরই যেন ছবির প্রতি কৌতুহল আরও একধাপ এগিয়ে গেল। ছবির পরিচালক রাজ চক্রবর্তী প্রথমেই জানিয়েছিলেন এক ভিন্ন স্বাদের ছবি উপহার দিতে চলেছেন তিনি। এই গানটি গেয়েছেন অর্ক ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঠিক তোর মতো কেউ ভালোবাসে না! সবের মধ্যেও একরাশ শূন্যতা নিয়ে ‘সেই তুমি’র খোঁজে শুভশ্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement