পরিচালক রিঙ্গোর হাত ধরের আবার ছবিতে ফিরছেন শাইনি আহুজা...
Last Updated:
#কলকাতা: রিঙ্গো বন্দ্যোপাধ্যায় সব সময়ই একটু অন্য ধরণের ছবি বানান। ২০০৬ সালে 'ক্রান্তি' দিয়েই শুরু হয়েছিল তাঁর কেরিয়ারের। তবে এর আগে তিনি বিজ্ঞাপনের কাজও খুব ভাল করতেন। ২০১৮ তে তিনি বানিয়েছিলেন 'দময়ন্তি'। আর এ বছর প্ল্যান করছেন আরও বড় কিছু। ভেবেছেন একেবারে অন্য রকম গল্প। উত্তরপ্রদেশের পিলিভিট বলে একটা জায়গা আছে। সেখানে যে জনজাতি রয়েছেন তাঁদের অদ্ভুত এক নিয়ম রয়েছে। অসুস্থ, মৃত্যুশয্যায় থাকা বয়স্করা স্বেচ্ছায় জঙ্গলে যান। বাঘের আক্রমণে অবধারিত মৃত্যু হয় তাঁদের। আর তার পর সেই মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ সরকার থেকে মোটা টাকা পান তাঁদের পরিবারের সদস্যরা। তারপর সেই টাকা তারা তাদের পরিবারকে দিয়ে যান। এটাই ছবির গল্প। তবে রিঙ্গো নিজের মতো করে আরও অনেক চমক রাখবেন এই ছবিতে। ২০১৬ সাল থেকেই এই বিষয় নিয়ে ভাবছেন পরিচালক। তবে এই ছবি তৈরি হবে ইন্দি ভাষায়। এটাই হবে পরিচালকের প্রথম বলিউড ডেবিউ।
এই ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শাইনি আহুজাকে। ২০১৫ পর এটাই সাইনির কামব্যাক ছবি। ছবিতে দেখা যাবে আশিস বিদ্যার্থীকে। আগামী মে মাসের শেষ থেকে তিনটে ধাপে শুরু হবে শুটিং। জঙ্গলের বেশিরভাগ শুটিংই হবে বক্সা এলাকায়। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে মুক্তি পাবে এই ছবি। তবে পরিচালক জানান, "এই ছবিটা করার জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম। তবে হয়ে উঠছিল না। হিন্দিতে করছি ছবিটা যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। শাইনি আমার পুরনো বন্ধু। ও স্ক্রিপ্ট পয়ে কাজটা করতে রাজি হয়। দেখা যাক এখন বাকিটা কী হয়!" তবে এটাই খুশির খবর যে সাইনি আবার ফিরছেন। ওদিকে রিঙ্গোরও বলিউড ডেবিউ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2019 1:05 PM IST