corona virus btn
corona virus btn
Loading

বাড়িতে বসেই টলি অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে খেলুন গোলরুটি চ্যালেঞ্জ ! দেখুন ভিডিও

বাড়িতে বসেই টলি অভিনেত্রী তনুশ্রীর সঙ্গে খেলুন গোলরুটি চ্যালেঞ্জ ! দেখুন ভিডিও
photo source Instagram

ভিডিও শেয়ার করে তিনি সকলকে বলেন গোলরুটি চ্যালেঞ্জ নিতে।

  • Share this:

#কলকাতা: করোনা ভাইরাসকে রুখতে দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন । এই অবস্থায় সিনেমা, সিরিয়াল, সিনেমাহল, শপিংমল, স্কুল সব বন্ধ। টলি থেকে বলি সেলেবরাও গৃহবন্দি। টিভিতে চলছে পুরনো সিরিয়ালের টেলিকাস্ট। বলি বা টলির সেলেবরা বাড়িতে থেকেই করছেন ঘরের কাজ। কেউ গান গাইছেন। কেউ কবিতা পড়ছেন। এভাবেই তাঁরা নিজেদের ব্যস্ত রাখছেন।

হোম কোয়ারেন্টাইনে রয়েছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। বাড়িতে থেকে তিনি চেষ্টা করলেন রুটি বানাতে। রুটিকে কি করে গোল করা যায় সেই চেষ্টাই চালালেন অভিনেত্রী। রুটি বানানোর ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখলেন, "তোমরা কি পারছো গোল রুটি বানাতে? আমায় জানাও।" এই ভিডিও শেয়ার করে তিনি সকলকে বলেন গোলরুটি চ্যালেঞ্জ নিতে। এবং ভিডিও বা ছবি তুলে অভিনেত্রীকে ট্যাগ করতেও বললেন। এভাবেই সময় কাটাচ্ছেন তনুশ্রী।

First published: April 1, 2020, 6:42 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर