সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, স্বামীর হাত ধরে শহরে ফিরলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত, দেখুন এক্সক্লুসিভ ছবি

Last Updated:
#কলকাতা: একটা সপ্তাহ ৷ আর একটা সপ্তাহের মধ্যে জীবনের আরও একটা ধাপ এগিয়ে গেলেন টলিউড নায়িকা তথা নব্য নির্বাচিত সাংসদ নুসরত জাহান ৷ গত সপ্তাহের শনিবার বয়ফ্রেন্ড নিখিল জৈনের সঙ্গে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ আর এই সপ্তাহের শনিবারের গভীর রাতে শহরে ফিরলেন নুসরত ৷ এ বার শহরে ফিরলেন স্বামী নিখিল জৈনের হাত ধরে ৷ একটা সপ্তাহের মধ্যে জীবনের অনেক কিছুই বদলে গেল ৷
নুসরত জাহান, টলিউডের সাড়া জাগানো নায়িকা ৷ বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতে আসা সাংসদ এখন বিবাহিত ৷ নামী বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কের বোদরুম শহরে স্বপ্নের মতো বিয়ে সেরেছেন ৷ সেই ছবি নিজেরাই তাঁদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ারও করেছেন নবদম্পতি ৷
Resizer_15612441006700
advertisement
advertisement
ডেস্টিনেশন ওয়েডিংই বেছে নিয়েছিলেন নুসরত ৷ শহর নয়, দূর দেশে একটু নিরিবিলিতে, কোলাহল থেকে অনেকটা দূরে একটু শান্ত পরিবেশে বিয়েটা হোক চেয়েছিলেন নায়িকা ৷ আর হবু স্ত্রীর সেই ইচ্ছেকে একশো শতাংশ সম্মান জানিয়েছিলেন নিখিলও ৷
Resizer_15612439332721
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব মিলিয়ে মোট ১০০ জন অতিথির সামনে বিয়েটা সেরেছিলেন নিখিল ও নুসরত ৷ এ বার আবার শহরের মানুষগুলোর কাছে ফিরে আসা ৷ একটা নতুন সংসার ৷ অপেক্ষায় রয়েছেন শাশুড়ি মা ৷ নতুন বাড়িতে নববধূর পা রাখার পালা এ বার ৷
advertisement
ছবি: অমৃত হালদার৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁথিতে সিঁদুর, হাতে চূড়া, স্বামীর হাত ধরে শহরে ফিরলেন অভিনেত্রী ও সাংসদ নুসরত, দেখুন এক্সক্লুসিভ ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement