#কলকাতা: মা হতে চলেছেন নুসরত (Nusrat Jahan)৷ তবে তাঁর জীবনে আরও এক সন্তানসম প্রিয় পাত্র রয়েছে৷ যাকে নিজের বন্ধু মনে করেন নুসরত জাহান৷ তাকেই আবার খুবই ভালবাসেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ নুসরত-যশের প্রেমের জোরদার গুঞ্জনের মাঝেই সেই প্রিয়জনকে নিয়ে একসঙ্গে হাজির যশ-নুসরত৷ সেই পাত্রটি হল তাদের পৌষ্য সারমেয় (Nusrat-Yash pet dog)৷ দু’জনেই তাঁদের পোষ্যকে নিয়ে ছবি পোস্ট করেন ঘনঘন৷ কখনও পোষা কুকুরের সঙ্গে থাকেন নুসরত, কখনও আবার যশ৷ কিন্তু কোনও ভাবেই তিনজনকে একসঙ্গে দেখা যায় না৷
তবে এবার সেই লুকোচুরি মিটল৷ একসঙ্গে পোষ্যকে নিয়ে তাঁরা গেলেন একটি পেট সেন্টারে৷ যেখানে পোষ্যের দেখভাল হল ভালভাবেই৷ খুবই আদর সহ যশ-নুসরতের কুকুরকে সাবান মাখিয়ে স্নান করানো হল৷ যা খুবই উপভোগ করল পোষ্য কুকুর৷ চুপটি করে বসে স্নানের মজা নিতে দেখা গেল তাকে৷
তবে কীভাবে বোঝা গেল যে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান একসঙ্গে সামনে এলেন? যে পশু কেন্দ্রে তাঁরা গিয়েছিলেন, সেখানে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে৷ এবং সেই ছবি বা ভিডিওতে ট্যাগ করা হয়েছে যশ ও নুসরত, দু’জনকেই৷ এবং এতে কেউ কোনও আপত্তি তো করেননি, উল্টে সেটা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন দু’জনে৷ তবে এখানেও পোষ্যের সঙ্গে যশ ও নুসরতকে দেখা যায়নি একসঙ্গে৷ তাহলে কী একসঙ্গে কখনও এক ফ্রেমে ধরা দেবেন না জনপ্রিয় দুই তারকা? নুসরতের সঙ্গে নিখিলের (Nikhil-Nusrat)বিচ্ছেদের মধ্যে হট কেকের মতো ছড়িয়ে পড়েছিল নুসরত-যশের প্রেম কাহিনি৷ প্রেমের কথা কেউ সরাসরি স্বীকার করেনি তাঁরা৷ তাহলে কি এমন লুকোচুরির মধ্যেই বেঁচে থাকবে তাঁদের প্রেম? একেবারে ফিল্মি কায়দায় প্রেম উপভোগ করবেন যশ-নুসরত৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nusrat Jahan, Yash Dasgupta