Nusrat Jahan Yash Dasgupta: একসঙ্গে প্রিয় পাত্রকে স্নান করালেন যশ দাশগুপ্ত-নুসরত জাহান, ছবি ভাইরাল

Last Updated:

নুসরতের (Nusrat Jahan) জীবনে আরও এক সন্তানসম প্রিয় পাত্র রয়েছে৷ যাকে নিজের বন্ধু মনে করেন নুসরত জাহান৷

#কলকাতা: মা হতে চলেছেন নুসরত (Nusrat Jahan)৷ তবে তাঁর জীবনে আরও এক সন্তানসম প্রিয় পাত্র রয়েছে৷ যাকে নিজের বন্ধু মনে করেন নুসরত জাহান৷ তাকেই আবার খুবই ভালবাসেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)৷ নুসরত-যশের প্রেমের জোরদার গুঞ্জনের মাঝেই সেই প্রিয়জনকে নিয়ে একসঙ্গে হাজির যশ-নুসরত৷ সেই পাত্রটি হল তাদের পৌষ্য সারমেয় (Nusrat-Yash pet dog)৷ দু’জনেই তাঁদের পোষ্যকে নিয়ে ছবি পোস্ট করেন ঘনঘন৷ কখনও পোষা কুকুরের সঙ্গে থাকেন নুসরত, কখনও আবার যশ৷ কিন্তু কোনও ভাবেই তিনজনকে একসঙ্গে দেখা যায় না৷
নুসরত-যশের পোষ্য নুসরত-যশের পোষ্য
নুসরত-যশের পোষ্য নুসরত-যশের পোষ্য
advertisement
নুসরত-যশের পোষ্য নুসরত-যশের পোষ্য
তবে এবার সেই লুকোচুরি মিটল৷ একসঙ্গে পোষ্যকে নিয়ে তাঁরা গেলেন একটি পেট সেন্টারে৷ যেখানে পোষ্যের দেখভাল হল ভালভাবেই৷ খুবই আদর সহ যশ-নুসরতের কুকুরকে সাবান মাখিয়ে স্নান করানো হল৷ যা খুবই উপভোগ করল পোষ্য কুকুর৷ চুপটি করে বসে স্নানের মজা নিতে দেখা গেল তাকে৷
advertisement
advertisement
advertisement
তবে কীভাবে বোঝা গেল যে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান একসঙ্গে সামনে এলেন? যে পশু কেন্দ্রে তাঁরা গিয়েছিলেন, সেখানে বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে৷ এবং সেই ছবি বা ভিডিওতে ট্যাগ করা হয়েছে যশ ও নুসরত, দু’জনকেই৷ এবং এতে কেউ কোনও আপত্তি তো করেননি, উল্টে সেটা নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন দু’জনে৷ তবে এখানেও পোষ্যের সঙ্গে যশ ও নুসরতকে দেখা যায়নি একসঙ্গে৷ তাহলে কী একসঙ্গে কখনও এক ফ্রেমে ধরা দেবেন না জনপ্রিয় দুই তারকা? নুসরতের সঙ্গে নিখিলের (Nikhil-Nusrat)বিচ্ছেদের মধ্যে হট কেকের মতো ছড়িয়ে পড়েছিল নুসরত-যশের প্রেম কাহিনি৷ প্রেমের কথা কেউ সরাসরি স্বীকার করেনি তাঁরা৷ তাহলে কি এমন লুকোচুরির মধ্যেই বেঁচে থাকবে তাঁদের প্রেম? একেবারে ফিল্মি কায়দায় প্রেম উপভোগ করবেন যশ-নুসরত৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan Yash Dasgupta: একসঙ্গে প্রিয় পাত্রকে স্নান করালেন যশ দাশগুপ্ত-নুসরত জাহান, ছবি ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement