Nikhil Jain | Nusrat Jahan: অশুভ শক্তির থেকে মুক্তিই হল স্বাধীনতা! পাকাপাকি ডিভোর্সের পরে নুসরতকেই কি খোঁচা নিখিলের
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nikhil Jain | Nusrat Jahan: বুধবার আদালত নুসরত ও নিখিলের ডিভোর্সে সিলমোহর দিয়েছে। দিনটা ছিল নিখিলের জন্মদিন।
#কলকাতা: "অশুভ শক্তির থেকে মুক্তি পাওয়াই সবচেয়ে বড় স্বাধীনতা।" অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan)সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদের পরেই তাঁর প্রাক্তন স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) এমনই পোস্ট করলেন। বুধবার আদালত নুসরত ও নিখিলের ডিভোর্সে সিলমোহর দিয়েছে। দিনটা ছিল নিখিলের জন্মদিন। আর জন্মদিনে আদালতের এমন রায়ে খুশি নিখিল। নাম না করেই এই পোস্টের মাধ্যমে নুসরতকে খোঁচা দিলেন তিনি।
নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লিখছেন, "অশুভ শক্তির থেকে মুক্তিই হল সবচেয়ে বড় স্বাধীনতা। আমার এই জন্মদিনকে সবচেয়ে সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। এটাই সেরা উপহার।" বহুদিন ধরে নুসরত (Nusrat Jahan) ও নিখিলের (Nikhil Jain) বিয়ে নিয়ে টানাপোড়েন চলেছে। অবশেষে বুধবার দুজনের মধ্যে সমস্ত সম্পর্ক সমাপ্তি হল। কাল তাঁদের বিবাহ বিচ্ছেদ মামলায় সিলমোহর দিল আদালত।
advertisement
advertisement
advertisement
নিখিল দাবি করেছিলেন, বহুবার অনুরোধ করার পরেও নিখিল আইনি বিয়ে করতে রাজি হননি। অথচ বিভিন্ন অফিশিয়াল ক্ষেত্রে স্বামী হিসেবে তাঁর নামই ব্যবহার করছেন নুসরত (Nusrat Jahan)। এর পরে যশের সঙ্গে নুসরতের সম্পর্কের কথা জানার পরেই দেওয়ানি মামলা করেন নিখিল। অন্যদিকে নুসরত একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, তিনি ও নিখিল (Nikhil Jain) সহবাস করেছে। তাঁদের বিয়েই হয়নি। তুরস্কের বিয়ের নিয়মের সঙ্গে ভারতীয় আইনের কোনও সম্পর্ক নেই। ফলে তাঁদের বিয়ে বৈধ নয়।
advertisement
বুধবার ঘটনাচক্রে জন্মদিন ছিল নিখিলের (Nikhil Jain)। নিউজ ১৮ বাংলার তরফ থেকে তাঁরা সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটিই তাঁর জন্মদিনের সেরা উপহার। আগামীতে তিনি আইনি বা অন্য কোনও ভাবে কোনও সম্পর্ক নুসরতের (Nusrat Jahan) সঙ্গে রাখতে চান না বলেও সাফ জানান। উল্লেখ্য, প্রসঙ্গত, ২০১৯-এর এপ্রিলে তুরষ্কের বোডরুমে গিয়ে রাজকীয় ভাবে বিয়ে করেছিলেন নিখিল ও নুসরত। ডেস্টিনেশন ওয়েডিং সেরে এসে কলকাতার আইটিসি রয়্য়াল বেঙ্গলেও গ্র্যান্ড রিসেপশনের আয়োজন হয়েছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 18, 2021 7:52 PM IST