Bangla Serial TRP: শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে 'খুকুমণি'! বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় পিছিয়ে গেল 'শ্রীময়ী', 'খড়কুটো'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Bangla Serial TRP: প্রতি সপ্তাহের টিআরপি বলে দেয় দর্শকদের কাছে কোনও নির্দিষ্ট ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা।
বাংলা ধারাবাহিকের রেটিং (Bangla Serial TRP) প্রতি সপ্তাহে বদলায়। প্রতি সপ্তাহের টিআরপি বলে দেয় দর্শকদের কাছে কোনও নির্দিষ্ট ধারাবাহিকের জনপ্রিয়তা কতটা। কিন্তু বিগত দিনগুলিতে জনপ্রিয়তার শীর্ষে থেকেছে একটি ধারাবাহিকের। টিআরপি তালিকায় এক নম্বরে এই একটি ধারাবাহিক স্থির থেকেছে। সেটি হল জি বাংলার ধারাবাহিক মিঠাই। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ১০.৮।
advertisement
advertisement
বিগত কয়েক সপ্তাহে জিবাংলার সর্বজয়ার রেটিং পয়েন্ট বেশ নীচের দিকে নেমেছিল। কিন্তু ফের এই সপ্তাহে ৮.৩ রেটিং পয়েন্ট নিয়ে এই ধারাবাহিক চার নম্বরে। পাঁচ নম্বরে রয়েছে জি বংলার অপরাজিতা অপু এবং স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি। খুকুমণি হোম ডেলিভারি কিছুদিন হল শুরু হয়েছে। এই ধারাবাহিক দুটির রেটিং পয়েন্ট এই ৭.৮।
advertisement
advertisement
advertisement