Neel-Trina: নীলের সোহাগেও কোনও অনুভূতি নেই! স্থির ম্যানিক্যুইনের মতো নিশ্চল তৃণা

Last Updated:

নীল-তৃণা জুটি যেন হট কেক । তাঁদের নতুন গল্প, ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে তা ভারাল হতে সময় নেয় না । এ বারও তার ব্যতিক্রম হল না ।

#কলকাতা : টেলি-টলি জগতে এই মুহূর্তের অন্যতম সেরা জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)। প্রেমিক যুগল থেকে দম্পতি হয়েছেন গত ফেব্রুয়ারিতে। একেবারে দিন-ক্ষণ দেখে প্রেম দিবসেই রাজকীয় রিসেপশন পার্টি রেখেছিলেন 'তৃনীল' (TriNeel)। রাজকীয় রিসেপশন হয়েছিল বিয়ের প্রায় ১০ দিন পরে। কাজের চাপ সামলে হনিমুনে যেতে যেতে আরও প্রায় মাস দুয়েক । এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন টলিপাড়ার অন্যতম হ্যাপেনিং কাপল । বহু দিন পর আবার সেই পুরনো সুখস্মৃতির ভিডিও শেয়ার করলেন নীল ভট্টাচার্য্য ।
জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে নিখিলের চরিত্রে বহুদিন ধরেই জমিয়ে পাঠ করছেন নীল । অন্যদিকে, ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন ওরফে তৃণাও দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয় । দুই জনপ্রিয় টেলি-তারকা চুটিয়ে প্রেম করেছেন প্রায় ১০ বছর । অবশেষে তাঁদের চার হাত এক হয়েছে । বিয়ের গ্র্যান্ড সেলিব্রেশনের পর জীবনে আরও একটি অধ্যায় শুরু হয়েছে তাঁদের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছেন এই সেলেব দম্পতি ।
advertisement
advertisement
advertisement
ফলে সব কিছু মিলিয়েই নীল-তৃণা জুটি যেন হট কেক । তাঁদের নতুন গল্প, ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলে তা ভারাল হতে সময় নেয় না । এ বার নীল পোস্ট করলেন তাঁদের হনিমুন ডায়রির মজার একটি ভিডিও । সেখানে ইনস্টা রিলে নীলকে দেখা যাচ্ছে তৃণার সঙ্গে খুনসুটি করতে । সঙ্গে বাজছে ইমরান হাসমির ‘লুট গ্যায়ে’ গানটি । আর তৃণা দাঁড়িয়ে রয়েছেন মডেল সেজে । নীল সেই ম্যানিক্যুইনের সঙ্গেই রোম্যান্স করছেন । মাত্র ১ ঘণ্টায় ৮ হাজারের কাছাকাছি লাইকস সংগ্রহ করে নিয়েছে এই পোস্টটি ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Neel-Trina: নীলের সোহাগেও কোনও অনুভূতি নেই! স্থির ম্যানিক্যুইনের মতো নিশ্চল তৃণা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement