চোখ ছলছল করছে মোনালির, বাবার আত্মার শান্তি কামনায় শোনালেন নতুন গান

Last Updated:

ছলছল চোখে তিনি বাবার স্মৃতিচারণ করলেন৷

#মুম্বই: প্রয়াত শক্তি ঠাকুর৷ গায়ক ও নায়ক হিসেবে সুপরিচিত শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালির চোখে জল৷ বাবা ছিলেন তাঁর কাছে আদর্শ৷ এই পুজোয়ে বাবা নেই, সে কথা ভেবেই মেয়ের চোখে জল৷ ছলছল চোখে তিনি বাবার স্মৃতিচারণ করলেন৷ শক্তি ঠাকুরের মৃত্যুর পর বহু মানুষ সমবেদনা জানিয়েছেন৷ পাশে থাকার জন্য, তাঁদের সকলকে ধন্যবাদ জানালেন মোনালি ৷ বাড়ির ছোট মেয়ে মোনালি, খুবই আদরের৷ তবে কর্মসূত্রে তিনি বহুদিন বাড়ির বাইরে৷ এখন তিনি বিদেশে রয়েছেন তাঁর স্বামীর সঙ্গে৷ তবে এবছর মুক্তি পেয়েছে তাঁর নতুন পুজোর গান৷ সেই গানের মাধ্যমেই তাঁর বাবার প্রতি শ্রদ্ধা জানালেন বলিউডের প্রতিষ্ঠিত গায়িকা৷ তিনি বলেন যে, তাঁর বাবা ছিলেন গান পাগল৷ নিজেও দারুণ গান গাইতেন এবং গান শুনতেও খুব ভালবাসতেন শক্তি ঠাকুর৷ তাই তো বাবার জন্য গান গেয়েই শ্রদ্ধা জানালেন মেয়ে৷ তবে বাবার কথা মনে করে চোখ ছলছল করে উঠল মোনালির৷
advertisement
advertisement
করোনার কারণে বাবা জন্য সেভাবে কোনও শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেননি দুই মেয়ে৷ এর জন্যও আফসোস করেন গায়িকা৷
এবছর পুজোতে মুক্তি পেয়েছে মোনালির গান৷ প্রথমবার সোনু নিগমের সঙ্গে জুটি বেঁধে এই গান গেয়েছেন তিনি৷ সোনুর ভক্ত মোনালি নিজেও৷ তাই সোনুর সঙ্গে প্রথমবার গান গাইতে পেরে তিনিও আপ্লুত৷
advertisement
এই গানের ভিডিওটি শ্যুট করেছেন রাজ চক্রবর্তী৷ সঙ্গীত পরিচালনায় জিত গাঙ্গুলি৷ দুর্গাপুজোর পরও এই গান পুজোর আমেজ ধরে রাখবে৷ শুনুন মোনালি ও সোনুর পুজোর গান৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চোখ ছলছল করছে মোনালির, বাবার আত্মার শান্তি কামনায় শোনালেন নতুন গান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement