চোখ ছলছল করছে মোনালির, বাবার আত্মার শান্তি কামনায় শোনালেন নতুন গান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
ছলছল চোখে তিনি বাবার স্মৃতিচারণ করলেন৷
#মুম্বই: প্রয়াত শক্তি ঠাকুর৷ গায়ক ও নায়ক হিসেবে সুপরিচিত শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালির চোখে জল৷ বাবা ছিলেন তাঁর কাছে আদর্শ৷ এই পুজোয়ে বাবা নেই, সে কথা ভেবেই মেয়ের চোখে জল৷ ছলছল চোখে তিনি বাবার স্মৃতিচারণ করলেন৷ শক্তি ঠাকুরের মৃত্যুর পর বহু মানুষ সমবেদনা জানিয়েছেন৷ পাশে থাকার জন্য, তাঁদের সকলকে ধন্যবাদ জানালেন মোনালি ৷ বাড়ির ছোট মেয়ে মোনালি, খুবই আদরের৷ তবে কর্মসূত্রে তিনি বহুদিন বাড়ির বাইরে৷ এখন তিনি বিদেশে রয়েছেন তাঁর স্বামীর সঙ্গে৷ তবে এবছর মুক্তি পেয়েছে তাঁর নতুন পুজোর গান৷ সেই গানের মাধ্যমেই তাঁর বাবার প্রতি শ্রদ্ধা জানালেন বলিউডের প্রতিষ্ঠিত গায়িকা৷ তিনি বলেন যে, তাঁর বাবা ছিলেন গান পাগল৷ নিজেও দারুণ গান গাইতেন এবং গান শুনতেও খুব ভালবাসতেন শক্তি ঠাকুর৷ তাই তো বাবার জন্য গান গেয়েই শ্রদ্ধা জানালেন মেয়ে৷ তবে বাবার কথা মনে করে চোখ ছলছল করে উঠল মোনালির৷
advertisement
advertisement
করোনার কারণে বাবা জন্য সেভাবে কোনও শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেননি দুই মেয়ে৷ এর জন্যও আফসোস করেন গায়িকা৷
এবছর পুজোতে মুক্তি পেয়েছে মোনালির গান৷ প্রথমবার সোনু নিগমের সঙ্গে জুটি বেঁধে এই গান গেয়েছেন তিনি৷ সোনুর ভক্ত মোনালি নিজেও৷ তাই সোনুর সঙ্গে প্রথমবার গান গাইতে পেরে তিনিও আপ্লুত৷
advertisement
এই গানের ভিডিওটি শ্যুট করেছেন রাজ চক্রবর্তী৷ সঙ্গীত পরিচালনায় জিত গাঙ্গুলি৷ দুর্গাপুজোর পরও এই গান পুজোর আমেজ ধরে রাখবে৷ শুনুন মোনালি ও সোনুর পুজোর গান৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2020 12:58 PM IST