Mithai: শ্রীদেবী’র ‘হাওয়া হাওয়াই’ লুকে হাজির মিঠাই! নতুন প্রোমো-তে মারাত্মক চমক

Last Updated:

সম্প্রতি সামনে এসেছে ‘মিঠাই’ (Mithai)-এর নতুন প্রোমো । আর সেখানেই বড়সড় ধামাকা অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য ।

#কলকাতা: বাংলা ধারাবাহিকে এখন অপ্রতিরোধ্য ‘মিঠাই’ (Mithai)। শীর্ষস্থানে সর্বদাই বিরাজমান । জনপ্রিয়তায় এখন ধরাছোঁয়ার বাইরে এই ধারাবাহিক । টিআরপি তালিকায় তাঁকে এখন পিছনে ফেলার সাধ্য কারও নেই । সন্ধে হলেই বাঙালির ঘরে ঘরে এখন ‘মিঠাই’ ছাড়া চায়ের আসর জমে না । ‘মনোহরা’র সদস্যদের কার্যকলাপে মুখরিত হয়ে থাকে সিরিয়ালপ্রেমী বাঙালির ড্রয়িংরুম ।
এখন সেখানে মিঠাই আর উচ্ছেবাবুর নতুন সংসার শুরু হয়েছে । এক মাসের সংসারে সিদ্ধার্থ’র নতুন চ্যালেঞ্জ । সাংসারিক জীবন কাটিয়েও সে প্রমাণ করে দেবে, বিয়ে নামক ইনস্টিটিউশনটা’কে সে বিশ্বাস করে না । অন্যদিকে, স্বামী-স্ত্রী’র অভিনয় করছে শ্রীতমা আর রাতুল । তাঁদের মধ্যে আজীবন বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত হয়েছে । কিন্তু সকলেই চেষ্টা করছে মিঠাই-সিড, আর শ্রী-রাতুলের সম্পর্ককে স্বাভাবিক করে তুলতে ।
advertisement
advertisement
আর সেই উদ্দেশ্যেই এ বার ‘হল্লা পার্টি’র নতুন বেশ ধারণ । ছদ্মবেশে পর্দায় হাজির হতে চলেছে সিদ্ধার্থ ও তাঁর টিমের সদস্যরা । সম্প্রতি সামনে এসেছে ‘মিঠাই’-এর নতুন প্রোমো । আর সেখানেই বড়সড় ধামাকা অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য । নতুন এই ট্যুইস্টের প্রোমো-টি প্রকাশ্যে আসতেই রীতিমতো সোরগোল পড়ে গিয়েছে । সেখানে দেখা যাচ্ছে, সিদ্ধার্থ, স্যান্ডি, নন্দা, মিঠাই সকলেই ছদ্মবেশ ধারণ করেছে । মিশন ‘শ্রী ও রাতুলের বিয়ে বাঁচানো’ । অদৃত ও নন্দা সেজেছে কাস্টমার। স্যান্ডি সেজেছে পাঞ্জাবি ওয়েটার। আর চমকে দিয়েছে খোদ মিঠাই । শ্রীদেবী-অনিল কাপুরের জনপ্রিয় সিনেমা ‘মিস্টার ইন্ডিয়া’তে শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ সাজে দেখা গিয়েছে মিঠাই রানিকে । মিঠাইয়ের এই লুক দেখে প্রায় ভিরমি খাওযার জোগাড় উচ্ছেবাবুর । নতুন প্রোমো দারুণ পছন্দ হয়েছে দর্শকদেরও ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: শ্রীদেবী’র ‘হাওয়া হাওয়াই’ লুকে হাজির মিঠাই! নতুন প্রোমো-তে মারাত্মক চমক
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement