টুকটুকে লাল লহেঙ্গায় সেজে ছাদনাতলার দিকে এগিয়ে আসছেন নুসরত, তাই দেখে এই কাণ্ড ঘটালেন মিমি!

Last Updated:

বিয়ে শেষ হতেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছাও জানালেন মিমি ৷

#কলকাতা: সব ভাল, যার শেষ ভাল ৷ এতদিনের সম্পর্ক পূর্ণতা পেল অবশেষে ৷ বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ে হয়ে গেল অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের।
টুকটুকে লাল লহেঙ্গা-চোলিতে সেজেছিলেন নুসরত ৷ সঙ্গে ছিল ভারী গয়নাও ৷ একেবারে খাঁটি ভারতীয় লুকে দূর্দান্ত লাগছিল তাঁকে দেখতে ৷ তুরস্কের মাটিতে তখন রাত সাড়ে ৮টা ৷ সবে সূর্যাস্ত হচ্ছে ৷ সেই আলো-আঁধারির গোধূলি লগ্নেই সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত ৷ বিয়েতে উপস্থিত ছিলেন ১০০ জন অতিথি ৷ জানা গিয়েছে, নুসরতের বিয়ের ওই লেহেঙ্গা ডিজাইন করে দিয়েছেন খোদ স্বামী নিখিল ৷ আর নিখিলের আইভরি রঙা শেরওয়ানি ডিজাইন করেছেন রোহিত বাল ৷
advertisement
নিমন্ত্রিতের তালিকা খুবই কম ৷ নুসরত ও নিখিলের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং তাঁদের কিছু ঘনিষ্ঠ বন্ধ‌ু-বান্ধব ৷ আর টলিউড ইন্ডাস্ট্রি থেকে হাজির ছিলেন নুসরতের কাছের বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ সব সময়ই নুসরতের সঙ্গে সঙ্গেই ছিলেন মিমি ৷ এ দিনও দেখা গেল বিয়ের আইল ধরে হেঁটে আসছেন নুসরত ৷ পাশেই দাঁড়িয়ে ছিলেন মিমি ৷ বন্ধুকে কনের সাজে দেখেই ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন নুসরতের ‘বনুয়া’ ৷
advertisement
advertisement
দেখুন সেই মুহূর্তের ভিডিও---
advertisement
বিয়ে শেষ হতেই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয় বান্ধবীকে শুভেচ্ছাও জানালেন মিমি ৷
Untitled design (3)
বাংলা খবর/ খবর/বিনোদন/
টুকটুকে লাল লহেঙ্গায় সেজে ছাদনাতলার দিকে এগিয়ে আসছেন নুসরত, তাই দেখে এই কাণ্ড ঘটালেন মিমি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement