Bengali Serial Shooting: শুরু হতেই ফের বন্ধ সিরিয়ালের শ্যুটিং, বন্ধ করল ফেডারেশন

Last Updated:

কবে থেকে ফের জনপ্রিয় ধারাবাহিকগুলি আগে মতো করে দেখতে পাবে দর্শক? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

#কলকাতা: কোভিড নিয়ে বিধিনিষেধের মধ্যেই বাংলা সিরিয়ালের শ্যুটিং শুরুর অনুমতি মিলেছিল৷ সেই মতো বুধবার থেকে সেটে কল পেয়েছিলেন কলাকুশলীরা৷ কিন্তু ফেডারেশনের চাপে ফের বন্ধ হল শ্যুটিং৷ ২০টি সিরিয়ালের শ্যুট বন্ধ (Bengali serial shooting closed) করল ফেডারেশন৷ মূলত শ্যুটিং ফ্রম হোম নিয়ে ফেডারেশনের (Federation) প্রশ্নের সঠিক উত্তর না মেলায় আবার কাজ বন্ধ হল স্টুডিও পাড়ায়৷
কার্যত লকডাউনের মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক শ্যুটিং ফ্রম হোম (Shooting from home) করেছে৷ কারণ নতুন এপিসোড তুলতে এবং দর্শকদের মনোরঞ্জন করতে এভাবেই কাজ করে প্রযোজনা সংস্থাগুলি৷ ফলে রাজ্যে শ্যুটিং বন্ধ থাকলেও, কোনওভাবে পুরনো এপিসোড রিপিট করা হয়নি৷ শিল্পীরা বাড়ি থেকেই শ্যুট করার ফলে নতুন পর্ব সম্প্রচার করা গিয়েছিল৷ কিন্তু এভাবে কাজ করার জন্য এই সব ধারাবাহিকের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান, অ্যান্ড ওয়ারকার্স অব ইস্টার্ন ইন্ডিয়া৷ ১৫ জুন এক নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা, যেখানে জানানো হয় যে, এই সব ধারাবাহিকে কোনও ভাবে যোগ দিতে পারবেন না ফেডারেশনের সদস্যরা৷ তাঁদের মতে, যতক্ষণ না প্রযোজকদের সঙ্গে গিল্ডে চুক্তি স্বাক্ষর হচ্ছে, ততক্ষণ নিষেধাজ্ঞা জারি থাকবে৷ আপাতত ২০টি জনপ্রিয় ধারাবাহিকের শ্যুট বন্ধই থাকছে৷ এর পরিপ্রক্ষিতে প্রযোজক সংস্থাগুলির পক্ষ থেকে একটি বৈঠক করার কথা রয়েছে৷ তাতে কী উঠে আসে, তার দিকেই নজর৷
advertisement
নতুন যে করোনা গাইডলাইন জারি হয়েছে রাজ্যে তাতে জানানো হয়েছিল যে সেটে ৫০ শতাংশ লোক নিয়ে কাজ করতে পারবে টলি ইন্ডাস্ট্রি। প্রত্যেককে নিতে হবে করোনার টিকা। এরই সঙ্গে পরতে হবে মাস্ক ও মানতে হবে সামাজিক দূরত্ব। সেটে প্রত্যেক শিল্পী ও কলা-কুশলীকে নিয়ে আসার জন্য গাড়ি দিতে হবে প্রযোজকদের। চাইলে তাঁরা নিজেদের গাড়ি করেও সেটে আসতে পারেন। তবে পাবলিক ট্র্যান্সপোর্টে করে আসা যাবে না।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial Shooting: শুরু হতেই ফের বন্ধ সিরিয়ালের শ্যুটিং, বন্ধ করল ফেডারেশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement