• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?

‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?

‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।

‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।

‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।

 • Share this:

  #কলকাতা: টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোড়া’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ চরিত্রের নাম ‘রূপাঞ্জন’ ।

  এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’

  এ বার অবশ্য একটু অন্য ধাঁচের ছবি পোস্ট করলেন তিনি । নিজেদের পুরনো বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । আর সেই ছবির ক্যাপশনটাও দারুণ মজার । তিনি লিখেছেন, ‘‘এ বার আর শুধু দু’জনে মিলে ঘোরা যাবে না । সত্যি কথা বলতে কী, শুধু দু’জনে মিলে আর ঘুরতে চাইও না ।’’

  Published by:Simli Raha
  First published: