‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।
#কলকাতা: টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোড়া’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ চরিত্রের নাম ‘রূপাঞ্জন’ ।
এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’
advertisement
advertisement
advertisement
এ বার অবশ্য একটু অন্য ধাঁচের ছবি পোস্ট করলেন তিনি । নিজেদের পুরনো বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । আর সেই ছবির ক্যাপশনটাও দারুণ মজার । তিনি লিখেছেন, ‘‘এ বার আর শুধু দু’জনে মিলে ঘোরা যাবে না । সত্যি কথা বলতে কী, শুধু দু’জনে মিলে আর ঘুরতে চাইও না ।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2020 12:23 PM IST