‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?

Last Updated:

‘ভালবাসা ডট কম’-এর সেই জনপ্রিয় জুটি ‘ওম-তোরা’র সংসারে এ বার আসতে চলেছে নতুন অতিথি । মা হতে চলেছেন নায়িকা মধুবনী গোস্বামী ।

#কলকাতা: টিভির পরিচিত মুখ মধুবনী গোস্বামী ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকের সেই মিষ্টি ‘তোড়া’কে কে না চেনেন ৷ বিয়ে করেছেন ওই ধারাবাহিকেরই হিরো ‘ওম’কে । ওম-তোড়া’র সংসারও চলছে জমাটি । স্বামী, অভিনেতা রাজা গোস্বামী এই মুহূর্তে ‘খড়কুটো’ ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ৷ চরিত্রের নাম ‘রূপাঞ্জন’ ।
এ বার সুখবর এল ওম-তোড়া’র সাজানো সংসারের অন্দরমহল থেকে । এ বার সম্পূর্ণ হতে চলেছে তাঁদের সংসার । কারণ মা হতে চলেছেন মধুবনী । আর এই সুখবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী । রাজাকে সঙ্গে নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । সেখানেই স্পষ্ট তাঁর বেবি বাম্প । ছবির ক্যাপশনে লিখেছেন, ‘‘জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে....আশীর্বাদ করবেন সকলে...সবাই ভাল থাকবেন...সুস্থ থাকবেন ।’’
advertisement
advertisement
advertisement
এ বার অবশ্য একটু অন্য ধাঁচের ছবি পোস্ট করলেন তিনি । নিজেদের পুরনো বেড়াতে যাওয়ার একটি ছবি পোস্ট করেছেন নায়িকা । আর সেই ছবির ক্যাপশনটাও দারুণ মজার । তিনি লিখেছেন, ‘‘এ বার আর শুধু দু’জনে মিলে ঘোরা যাবে না । সত্যি কথা বলতে কী, শুধু দু’জনে মিলে আর ঘুরতে চাইও না ।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আর আমরা দু’জন একসঙ্গে ঘুরতে চাই না’, স্বামী’কে হঠাৎ কেন এই কথা বললেন গর্ভবতী মধুবনী?
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement