Gungun Viral Video: দ্বিতীয়বার বিয়ে, আনন্দে নাচছেন মেয়ে ও মা! গুনগুনের ভিডিও ভাইরাল

Last Updated:

বউ সাজে তৃণার নাচ ভাইরাল (Viral video)৷

#কলকাতা: নাচছেন গুনগুন৷ আনন্দে৷ দ্বিতীয়বার বিয়ের আনন্দে৷ ঠিক আনন্দে নয়, তার ক্রেজি থেকে মুক্তির আনন্দে৷ তবে শেষ পর্যন্ত আর সেই আনন্দ বজায় থাকেনি৷ ক্রেজি বা সৌজন্যকে গুনগুন (Soujanna-Gungun) বলতে বাধ্য হয় যে সে তাকে ভালবাসে (khorkuto serial)৷ অতএব গুনগুন-সৌজন্যের মিল অবশ্যম্ভাবী৷ কিন্তু সেটা তো আগে জানতে পারেনি গুনগুনের মা৷ তাই তো মেয়ের দ্বিতীয় বিয়ের আনন্দে নেচে উঠেছেন তিনি৷ সোহাগ চাঁদ গানের সঙ্গে চুটিয়ে নাচলেন দু’জনে৷
advertisement
খড়কুটো ধারাবাহিকে গুনগুন সৌজন্যকে ছেড়ে দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছে৷ আর একেই এক মোক্ষম চাল হিবেসে ব্যবহার করতে চান তার বাবা৷ কারণ তিনি জানেন যে, তার মেয়ে সৌজন্যকেই ভালবাসে এবং তাকে ছাড়া থাকতে পারবে না৷ তবে মেয়ের মুখ দিয়েই সেটা স্বীকার করাতে চান তিনি৷ আর গুনগুনও ঠিক নিজের মনের কথা বুঝতে পারে না৷ তাই তো ফার্স্ট ক্লাস পেয়ে পাস করার পরও সে বুঝতে পারে না আদতে তার মনের মানুষ সৌজন্য কিনা৷ যদিও বাড়ির সকলে প্রায় বুঝে যায় গুনগুনের বাবার চাল৷ তাই তো বিয়েতে তারা খুব মজা করতে করতেই পৌঁছে যায়৷ আর শেষ পর্যন্ত সেখানেই মিল হচ্ছে গুনগুন-সৌজন্যের৷ যা দেখার জন্য এতদিন বসে ছিল দর্শক৷
advertisement
advertisement
তবে বিয়ের সাজে আবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই তৃণা সাহার বধূবেশে ছবি হিট৷ কিছু দিন আগেই বাস্তবে বিয়ে সেরেছেন তৃণা-নীল৷ তাই সেই বিয়ের ছবি এখনও পুরনো হয়নি৷ তার মধ্যেই আবার শ্যুটিং-এর জন্য বৌ-সাজ! আর শুধু তিনি সাজলেন না, অনস্ক্রিন মাকে নিয়ে নাচলেনও৷ আর সেই ভিডিও ভাইরাল৷ দেখুন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gungun Viral Video: দ্বিতীয়বার বিয়ে, আনন্দে নাচছেন মেয়ে ও মা! গুনগুনের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement