• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES APARAJITA APU SERIAL CAST SUSMITA ROY AND ROHAAN BHATTACHARIYA DANCE VIRAL VIDEO PBD

Aparajita Apu Viral: ভোল বদলে মেজো বৌদি ওরফে সুস্মিতা নাচছেন দুই দেওরের সঙ্গে! দুরন্ত ভাইরাল ভিডিও

সুস্মিতা রায় চক্রবর্তী

অপুর মেজো বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী সুপ্রতিষ্ঠিত টেলি অভিনেত্রী৷

 • Share this:

  #কলকাতা: ভোল বদলে গিয়েছে অপরাজিতা অপুর (Aparajita Apu) মেজো বৌদির৷ মোজ বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী (Susmita Roy Chakraborty) শাড়ি ছেড়ে পরেছেন প্যান্ট-টপ! একেবারে পশ্চিমী লুকে তিনি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে৷ আর তিনি শরাবি গানে নাচছেন দীপুকে সঙ্গী করে! এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের৷ যে দীপু (Rohaan Bhattachariya)এবং অপুকে সব সময় ছোট করতে মরিয়া মেজো বৌদি, সে কিনা দীপুর সঙ্গে নাচছেন মন খুলে? এও হতে পারে! তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তীও (Sayak Chakraborty)৷ শরাবি গানে একেবারে জমজমাট নাচ চলছে তিনজনের মিলে (Viral Video)৷

  অপরাজিতা অপু ধারাবাহিকটি বেশ জনপ্রিয়৷ নাম থেকেই স্পষ্ট অপু কখনও হারে না৷ নানা রকম সমস্যায় পড়েও জয় ছিনিয়ে নেয় সে৷ তার পাশে সবসময় থাকে তার স্বামী দীপু৷ তবে অপুর শত্রুর অভাব নেই৷ শ্বশুরবাড়িতে আন্টি ২, মেজো বৌদি মোটেই তাকে দেখতে পারে না৷ সঙ্গে জুড়েছে তার ভাসুরও৷ সকলে মিলে অপুর ভুল ধরার জন্য বা শাশুড়ির চোখে অপুকে নিচু দেখানোর জন্য মুখিয়ে রয়েছে৷ যে কারণে অন্নপূর্ণা পুজোয়ে অপুর সব চেষ্টা ব্যর্থ করতে উঠে পড়ে লাগে মেজো বৌদি ও আন্টি ২৷ যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি৷ যতই অপুর বদনাম করতে চায় তারা, কিছুতেই করে উঠতে পারে না৷ এবার সেই মেজো বৌদি ধরা দিলেন অন্য রূপে৷

  অপুর মেজো বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী সুপ্রতিষ্ঠিত টেলি অভিনেত্রী৷ জীবনে অনেক সংগ্রাম করে উঠে এসেছেন তিনি৷ স্টেশনে রাত কাটানো থেকে শুরু করে গর্ভে সন্তানের মৃত্যু, নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর জীবন৷ কিন্তু কখনও তিনি হেরে যাননি৷ তাই তো আজ তিনি সফল৷ বাংলার ঘরে ঘরে সকলে তাঁকে চেনে, তাঁর অভিনয় পছন্দ করে৷ সম্পর্কে সায়ক চক্রবর্তী তাঁর দেওর৷ তাই তো বাস্তবরে দেওয়া ও পর্দার দেওয়া দীপুর সঙ্গে জুটি বেঁধে নাচলেন সুস্মিতা৷ শ্যুটিং-এর ফাঁকে হাল্কা মেজাজে সেই ভিডিও ভাইরাল হল নিমেষে৷

  আপাতত ইনস্টাগ্রামে শারাবি গানটি খুব জনপ্রিয় হয়েছে৷ সুস্মিতা-রোহন-সায়কের আগে এই গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায়কেও৷ সঙ্গে ছিলেন অধিরাজ ও রৌনকও৷ সেটিও ভাইরাল হয়েছিল৷

  Published by:Pooja Basu
  First published: