Aparajita Apu Viral: ভোল বদলে মেজো বৌদি ওরফে সুস্মিতা নাচছেন দুই দেওরের সঙ্গে! দুরন্ত ভাইরাল ভিডিও

Last Updated:

অপুর মেজো বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী সুপ্রতিষ্ঠিত টেলি অভিনেত্রী৷

#কলকাতা: ভোল বদলে গিয়েছে অপরাজিতা অপুর (Aparajita Apu) মেজো বৌদির৷ মোজ বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী (Susmita Roy Chakraborty) শাড়ি ছেড়ে পরেছেন প্যান্ট-টপ! একেবারে পশ্চিমী লুকে তিনি ধরা দিয়েছেন ক্যামেরার সামনে৷ আর তিনি শরাবি গানে নাচছেন দীপুকে সঙ্গী করে! এই ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের৷ যে দীপু (Rohaan Bhattachariya)এবং অপুকে সব সময় ছোট করতে মরিয়া মেজো বৌদি, সে কিনা দীপুর সঙ্গে নাচছেন মন খুলে? এও হতে পারে! তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তীও (Sayak Chakraborty)৷ শরাবি গানে একেবারে জমজমাট নাচ চলছে তিনজনের মিলে (Viral Video)৷
অপরাজিতা অপু ধারাবাহিকটি বেশ জনপ্রিয়৷ নাম থেকেই স্পষ্ট অপু কখনও হারে না৷ নানা রকম সমস্যায় পড়েও জয় ছিনিয়ে নেয় সে৷ তার পাশে সবসময় থাকে তার স্বামী দীপু৷ তবে অপুর শত্রুর অভাব নেই৷ শ্বশুরবাড়িতে আন্টি ২, মেজো বৌদি মোটেই তাকে দেখতে পারে না৷ সঙ্গে জুড়েছে তার ভাসুরও৷ সকলে মিলে অপুর ভুল ধরার জন্য বা শাশুড়ির চোখে অপুকে নিচু দেখানোর জন্য মুখিয়ে রয়েছে৷ যে কারণে অন্নপূর্ণা পুজোয়ে অপুর সব চেষ্টা ব্যর্থ করতে উঠে পড়ে লাগে মেজো বৌদি ও আন্টি ২৷ যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি৷ যতই অপুর বদনাম করতে চায় তারা, কিছুতেই করে উঠতে পারে না৷ এবার সেই মেজো বৌদি ধরা দিলেন অন্য রূপে৷
advertisement
অপুর মেজো বৌদি ওরফে সুস্মিতা রায় চক্রবর্তী সুপ্রতিষ্ঠিত টেলি অভিনেত্রী৷ জীবনে অনেক সংগ্রাম করে উঠে এসেছেন তিনি৷ স্টেশনে রাত কাটানো থেকে শুরু করে গর্ভে সন্তানের মৃত্যু, নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর জীবন৷ কিন্তু কখনও তিনি হেরে যাননি৷ তাই তো আজ তিনি সফল৷ বাংলার ঘরে ঘরে সকলে তাঁকে চেনে, তাঁর অভিনয় পছন্দ করে৷ সম্পর্কে সায়ক চক্রবর্তী তাঁর দেওর৷ তাই তো বাস্তবরে দেওয়া ও পর্দার দেওয়া দীপুর সঙ্গে জুটি বেঁধে নাচলেন সুস্মিতা৷ শ্যুটিং-এর ফাঁকে হাল্কা মেজাজে সেই ভিডিও ভাইরাল হল নিমেষে৷
advertisement
advertisement
advertisement
advertisement
আপাতত ইনস্টাগ্রামে শারাবি গানটি খুব জনপ্রিয় হয়েছে৷ সুস্মিতা-রোহন-সায়কের আগে এই গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল কৃষ্ণকলি ওরফে তিয়াশা রায়কেও৷ সঙ্গে ছিলেন অধিরাজ ও রৌনকও৷ সেটিও ভাইরাল হয়েছিল৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Apu Viral: ভোল বদলে মেজো বৌদি ওরফে সুস্মিতা নাচছেন দুই দেওরের সঙ্গে! দুরন্ত ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement