Golondaaj | Dev: বাঙালি আবার হলমুখী 'গোলন্দাজ'-এর হাত ধরে! প্রথম সপ্তাহেই বড় অঙ্কের ব্যবসা দেবের ছবির
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Golondaaj | Dev: করোনা আবহে মানুষ কতটা হলমুখী হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল। কিন্তু দেব (Dev) অভিনীত 'গোলন্দাজ' মানুষকে হলে নিয়ে এল।
#কলকাতা: করোনা মহামারীর জন্য বহুদিন বন্ধ ছিল সিনেমা হল। পুজোর মুখে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বাংলা ছবি। কিন্তু করোনা আবহে মানুষ কতটা হলমুখী হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা চলছিল। কিন্তু দেব (Dev) অভিনীত 'গোলন্দাজ' (Golondaaj) মানুষকে হলে নিয়ে এল। ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা হয়েছে। আর এই ব্যবস্থায় এখনও পর্যন্ত দেবের গোলন্দাজ সবচেয়ে বেশি ব্যবসা করেছে।
পুজোর ক'দিন দেবের 'গোলন্দাজ' (Golondaaj) দেখতে দর্শকরা সিনেমা হল প্রায় হাউজফুল করে দিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি ২ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। করোনা পরিস্থিতিতেও সিনেমা দেখতে মানুষ হলমুখী হওয়ায় আশা দেখছেন ইন্ডাস্ট্রির মানুষ। করোনা আবহ আরও যত কমবে, তত মানুষ বড় পর্দায় সিনেমা দেখতে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
এই ছবিতে (Golondaaj) নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন দেব। বাঙালির ফুটবল প্রেমের সূচনায় তাঁর অশেষ অবদান রয়েছে। ইতিহাসের পাতা থেকে তাঁর জীবন নিয়ে নানা ঘটনা তুলে ধরা হয়েছে। আর তাই দেবকে ধুতি পরে ফুটবল খেলতে দেখা গিয়েছে। দেবকে নানারকম চরিত্রে দেখেছে বাঙালি দর্শক। তবে এটিই দেবের প্রথম অভিনয় করা বায়োপিক। এই ছবির মাধ্যমে মানুষ আবার হলমুখী হওয়ায় আনন্দিত স্বয়ং অভিনেতাও। ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্যও (Anirban Bhattacharya)। স্বাধীনতা সংগ্রামী ভার্গবের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নগেন্দ্রপ্রসাদের স্ত্রী কমলিনীর চরিত্রে অভিনয় করেছেন ঈশা সাহা (Isha Saha)।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই ছবি মুক্তির ঘোষণার সময় থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুমুলে। ছবির ঘোষণা হয়েছিল গত বছরেই। তাই ছবি নিয়ে আগ্রহও তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে কিন্তু করোনার কারণে ছবির কাজ ও মুক্তির তারিখও পিছিয়ে যায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 18, 2021 8:03 PM IST