Gaurab Roy Chowdhury : বোন টিউমার আক্রান্ত অভিনেতা গৌরব রায়চৌধুরী! আরোগ্য কামনায় অনুরাগীরা

Last Updated:

শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন গৌরব রায়চৌধুরী (Gaurab Roy Chowdhury)। বাড়ি গিয়ে সমস্যা আরও বাড়লে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেতাকে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে জানা যায়, বোন টিউমারে আক্রান্ত তিনি।

কিছুদিন আগেই গৌরবের কপালে একটি ফোঁড়া হয়েছিল। মঙ্গলবার শ্যুটিং চলাকালীন ফোঁড়ার তীব্র যন্ত্রণা শুরু হয় গৌরবের, তাই মাঝপথে শ্যুটিং ফেলে বাড়ি ফিরে যান তিনি। তারপর ব্যথা আরও বাড়তে থাকে। পরিস্থিতি এমন হয় যে প্রায় বাঁ চোখ প্রায় বুঁজে যায়। ফলে তখনই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখন গৌরবের অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গৌরব। কমেছে চোখের ফোলাভাব। তবে হঠাৎ করে কেন এমন হল, তা নিশ্চিত করতে আরও কিছু পরীক্ষা করা হবে।
advertisement
অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা। ‘ওগো নিরুপমা’য় গৌরব ওরফে আবির ও নিরুপমার জুটির রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের। তবে, আপাতত আবিরের ভূমিকায় অভিনয় করা থেকে কিছুদিন হয়তো বিরত থাকতে হবে তাঁকে। টেলিভিশনের চেনা মুখ গৌরব। পাশের বাড়ির ছেলের চেহারার গৌরব বেশ জনপ্রিয়ও। এর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ অ্যাক্টিভ তিনি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gaurab Roy Chowdhury : বোন টিউমার আক্রান্ত অভিনেতা গৌরব রায়চৌধুরী! আরোগ্য কামনায় অনুরাগীরা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement