#Exclusive: ‘দিয়া আর আমি এখন আর টাচে নেই’, ব্রেক আপের পর অবশেষে মুখ খুললেন শুভ্রজিৎ

Last Updated:

‘রাখি বন্ধন’ দিয়ে শুরু । তারপর রাসমণি’র ‘যদু’ হয়ে এখন তিনি ফের লিড চরিত্রে । ‘নয়নতারা’ ধারাবাহিকের ‘সমুদ্র’ । একদিকে সদ্যই ব্রেক আপ হয়ে গিয়েছে অভিনেত্রী দিয়া চক্রবর্তী (রাসমণি ধারাবাহিকে পদ্মমণী)-র সঙ্গে । তার উপর করোনার থাবা । সব মিলিয়ে একটু বিপর্যস্ত হলেও সুপুরুষ, মিশুকে, সদা হাস্যমুখ শুভ্রজিৎ সাহা মন খুললেন  NEWS18 বাংলা ডিজিটালের সামনে । মুখোমুখি সিমলি রাহা ।

উ: ভাল আছি । কোভিডের সঙ্গে একটা লম্বা লড়াই সবে শেষ হল । রিপোর্টটা ফাইনালি নেগেটিভ এসেছে । তাই, মানসিক আর শারীরিক দিক থেকে এখন চাঙ্গা আছি ।
প্র: বহুদিন ধরে ‘রাণী রাসমণি’তে যদু চরিত্রটির সঙ্গে তোমাকে একাত্ম করে ফেলেছিলেন দর্শকরা । এখন নতুন চরিত্রে কেমন লাগছে?
advertisement
advertisement
উ: প্রথমেই বলি, যদু চরিত্রটা আমার খুব প্রিয় একটা চরিত্র । রাসমণি করার সময়ে আমি যা মজা করেছি, সেটা এখনও পর্যন্ত কোনও প্রজেক্টে করিনি । আর সেটা আরও বেশি করে সম্ভব হয়েছে, কারণ যে মানুষগুলোর সঙ্গে রাসমণিতে কাজ করতাম, তাঁদের মধ্যে সিলেক্টেড কিছু মানুষ আমার খুবই কাছের হয়ে উঠেছিল । এখন আমি সান বাংলায় ‘নয়নতারা’ করছি । হিরোর চরিত্র, নাম সমুদ্র । খুব এনজয় করছি । সমুদ্র চরিত্রটা খুব ফ্ল্যামবয়েন্ট, এনার্জেটিক, রোম্যান্টিক । দর্শক আমাদের অনেক ভালবাসা দিয়েছেন । সেই জন্যই শুরু থেকে আজ পর্যন্ত আমরা চ্যানেল টপার । এখনও সেই রেকর্ডটা ভাঙেনি ... টাচউড !
advertisement
প্র: ‘নয়নতারা’র অফারটা কী ভাবে পেলে?
উ: চ্যানেল থেকে আমায় অ্যাপ্রোচ করেছিল চরিত্রটির জন্য । আমার করার কথা ছিল ‘সরস্বতীর প্রেম’ । কিন্তু ফাইনালি লুক টেস্টের পর চ্যানেল সিদ্ধান্ত নিল ‘সমুদ্র’ হিসাবেই আমাকে বেশি মানাবে । তাই শেষ পর্যন্ত ‘নয়নতারা’ ।
advertisement
প্র: এতটা জনপ্রিয় একটা ধারাবাহিক করার পর কেন মনে হল এই অফারটা নেবে? শুধুই কি লিড চরিত্রের জন্য?
উ: আমি শুরু করেছিলাম লিড দিয়েই । ‘রাখি বন্ধন’-এ আমি বড়ো বয়সের বন্ধনের চরিত্র করেছিলাম । সেটাও যথেষ্ট জনপ্রিয় ছিল । তারপর আমি ভেবেছিলাম করলে লিড-ই করব । এমনকি লিডের অফারও পেয়েছিলাম । কিন্তু গল্পটা আমার ঠিক পছন্দ হয়নি । তারপর রাসমণি আসে । যদুর চরিত্রটা আমার খুব ভাল লেগেছিল । তাই সেটাই করেছি । কাজের ব্যাপারে আসলে আমি বেশ খুঁতখুঁতে । অনেকেই হয়তো এই রিস্কটা নিতে চাইবে না । কিন্তু আমি মনে করি, একটা চরিত্রের সঙ্গে যদি আমি কোনওভাবে কানেক্ট না করতে পারি, বা চরিত্রটাকে ভাল না বাসতে পারি, তা হলে সেই চরিত্রটার সঙ্গে আণার ন্যায় করা হবে না ।
advertisement
রাসমণির পর আমার কাছে সান বাংলা থেকে তিনটি লিডের অফার আসে । সেখান থেকে ‘নয়নতারা’র গল্পটা আমার সব থেকে ইনটারেস্টিং লেগেছিল । ‘সমুদ্র’ চরিত্রটাও খুব পছন্দ হয়েছিল । আমার কাছে লিড করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল, কোন চরিত্রটায় আমি অভিনয় করছি, সেটা । সেটা যদি ইম্পরট্যান্ট হয়, বা আমার পছন্দ মতো হয়, তা হলে আমি অবশ্যই করব । আমার মনে হয়, কোনও রোল ছোট বা বড় হয় না । একটা ছোট চরিত্রকেও কী ভাবে স্ক্রিনে স্পষ্ট করে তোলা যায়, সেটা অনেক অভিনেতারাই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন ।
advertisement
প্র: অভিনেতাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ কনসেপ্ট-টায় কতটা বিশ্বাস করো?
উ: আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা খুব একটা যুগপযোগী ধারণা নয় । কলাকুশলীদের জন্য তো নয়ই । কিন্তু অনেক কারণ আছে, যেটার জন্য বাড়ি থেকেও আজকাল শ্যুট করতে হচ্ছে শিল্পীদের । কিন্তু ওই আর কী, এতে গুণগত মান কোথাও না কোথাও নিম্নমানের হয়ে যাচ্ছে । কিন্তু কিছু করারও নেই ।
advertisement
প্র: গত বছর লকডাউনে তো ধারাবাহিক গুলো বন্ধ রাখা হয়েছিল... এ বার কেন হল না?
উ: যাতে এ বার দর্শকরা বাড়িতে বসেও বিনোদন খুঁজে পান (অট্টহাসি) ।
প্র: একটি রিয়্যালিটি শো’য়ের মঞ্চে প্রেম, বিয়ে, সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা বলেছেন দিয়া (দিয়া চক্রবর্তী), এ বিষয়ে তোমার কী মত?
উ: হা হা হা! এটা তো ওর মতামত ছিল, হয়তো ও-ই বেটার বলতে পারবে ।
প্র: তোমাদের সম্পর্কের ব্যাপারে অনেকেই জানতেন....কিন্তু হঠাৎ কী সমস্যা হল? কোথায় অসুবিধা হচ্ছিল?
উ: সমস্যাটা খুবই ব্যক্তিগত । আমরা এখন আর টাচে নেই । তবে আমি সবসময় এটাই চাইব, দিয়া লাইফে আরও সাফল্য পাক ।
প্র: ভবিষ্যৎ নিয়ে কী ভাবছ? কবে সেটল করবে?
উ: আমার জীবনে এখন একটাই লক্ষ্য, কাজে ফোকাস করা । বিয়ে, প্রেম এ সব থেকে এ বার নিজেকে দূরে দূরে রাখছি ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#Exclusive: ‘দিয়া আর আমি এখন আর টাচে নেই’, ব্রেক আপের পর অবশেষে মুখ খুললেন শুভ্রজিৎ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement