Uttam Kumar death anniversary: 'ওগো বধূ সুন্দরী' নয়? উত্তম কুমারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তাহলে কী

Last Updated:

মৃত্যুর আগে তাঁর শেষ ছবি কোনটা? জিজ্ঞাসা করলে অনেকেই উত্তরে বলবেন, 'ওগো বধূ সুন্দরী'।

#কলকাতা: আজ উত্তম কুমারের (Uttam Kumar death anniversary) মৃত্যুবার্ষিকী। মৃত্যুর ৪১ বছর পেরিয়ে গেলেও বাঙালি এখনও মহানায়ক উত্তম কুমারেই আচ্ছন্ন। ১৯৮০ সালের ২৪ জুলাই বেলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে তাঁর শেষ ছবি কোনটা? জিজ্ঞাসা করলে অনেকেই উত্তরে বলবেন, 'ওগো বধূ সুন্দরী'। কিন্তু আসলে তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম 'প্লট নাম্বার ৫'। ছবিটি মুক্তি পায় ওগো বধূ সুন্দরী মুক্তির কয়েকদিন পরে।
মৃত্যুর কয়েক মাস আগে এই ছবির ডাবিং শেষ করেছিলেন উত্তম কুমার। এই হিন্দি থ্রিলার ছবিতে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক। সিরিয়াল কিলারের চরিত্রটি ছিল হুইলচেয়ারে বসা। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮১ সালে। প্রায় ১০ সপ্তাহ কলকাতার এলিট সিনেমা হলে চলেছিল। কিন্তু অন্য কোনও শহরে ছবিটি সেভাবে চলেনি। ছবিতে ছিল না কোনও গান, মেলোড্রামা বা তারকা নায়িকা। তথাকথিত মেনস্ট্রিম ছবি ছিল না এটি। সেই কারণেই ছবিটি ভালো চলেনি বলে জানা যায়। অন্য ধারার ছবি হিসেবেই ধরা হয় প্লট নাম্বার ৫-কে।
advertisement
প্লট নাম্বার ৫ এর ডাবিং শেষ করে কলকাতায় ফিরেছিলেন তিনি। এর পরে ওগো বধূ সুন্দরী ছবির এক‌টি শট দিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। প্লট নাম্বার ৫ এর শ্যুটিং ১৯৭৮ এ হলেও, ছবিটি অবশেষে মুক্তি পায় ১৯৮১ সালে। এই ছবিতে উত্তম কুমার ছাড়াও ছিলেন অমল পালেকর ও আমজাদ খান। এছাড়াও অভিনয় করেছিলেন প্রদীপ কুমার, সারিকা, বীজু খোটে, বিদ্যা সিনহা। এই ছবির আরও একটি বিশেষ দিক হল, কোনও গান না থাকলেও ছবির আবহসঙ্গীত তৈরি করেছিলেন সলিল চৌধুরী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uttam Kumar death anniversary: 'ওগো বধূ সুন্দরী' নয়? উত্তম কুমারের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি তাহলে কী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement