• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES CELEBRITY COUPLE NEEL BHATTACHARIYA TRINA SAHA SHARES THEIR HONEYMOON VIDEOS IN SOCIAL MEDIA GOES VIRAL SDG

Neel-Trina Honeymoon: তিস্তায় ঝড়ের গতিতে নৌকো বাইছেন, তুমুল নাচছেন পানশালায়, নীল-তৃণা হানিমুনের ভিডিও মুহূর্তে ভাইরাল...

শুক্রবার সাত সকালে দার্জিলিং পৌঁছে গিয়েছেন তাঁরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে ফিরে আসছে তাঁদের মধুচন্দ্রিমার নানা মুহূর্তের ছবি।

শুক্রবার সাত সকালে দার্জিলিং পৌঁছে গিয়েছেন তাঁরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে ফিরে আসছে তাঁদের মধুচন্দ্রিমার নানা মুহূর্তের ছবি।

 • Share this:

  #কলকাতাঃ ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আর সময় মেলেনি। রাজকীয় রিসেপশন হয়েছিল বিয়ের প্রায় ১০ দিন পরে। কাজের চাপে তাই হানিমুনে আর যাওয়া হয়নি টলিউডের অন্যতম জনপ্রিয় এবং 'হ্যাপেনিং' কাপল নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার। বিয়ের প্রায় সোয়া দু'মাসের মাথায় সবান্ধবে হানিমুন সারতে পাহাড়ে উড়ে গিয়েছেন তাঁরা। শুক্রবার সাত সকালে দার্জিলিং পৌঁছে গিয়েছেন তাঁরা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে ফিরে আসছে তাঁদের মধুচন্দ্রিমার নানা মুহূর্তের ছবি।

  চলতি বছরের ৪ ফেব্রুয়ারি প্রেমিক 'কৃষ্ণকলি' খ্যাত নিখিলের (নীল ভট্টাচার্য) সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন 'খড়কুটো' অভিনেত্রী গুনগুন (তৃণা সাহা)। কাজের চাপে বিয়ের পর বৌভাতের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ভাত কাপড়ের অনুষ্ঠান সেরেই কৃষ্ণকলি সেটে ফিরতে হয়েছিল নীলকে। নতুন সংসার সামলে শুটিং শুরু করেন অভিনেত্রী তৃণা সাহাও। এ বারে হানিমুনের ফুরসত মিলেছে। তাই করোনাকে একপ্রকার বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত ধরণের সাবধানতা অবলম্বন করে পাহাড়ে পৌঁছে গিয়েছেন দু'জনে।

  শুক্রবার সকাল থেকে ব্যাগ গোছানো, গাড়িতে নানান মজার মুহূর্ত এমনকি তাঁদের প্লেন যাত্রার ছোট ছোট ভিডিও পোস্ট করেছেন তৃণা। মজা করেই সকলকে আন্দাজ করতে বলেছেন, তাঁদের হানিমুন ডেস্টিনেশনের নাম। শুক্রবার বিকেলের পরে তিস্তায় ঝড়ের বেগে নৌকো চালাতে দেখা গিয়েছে দু'জনকে বন্ধুদের সঙ্গে নিয়ে। শনিবারেও কেভেন্টারসে  ব্রেকফাস্টের ছবি শেয়ার করেছেন দু'জনকে।

  Published by:Shubhagata Dey
  First published: