Mithai: নাম বদলে গেল ‘মিঠাই’-এর, বদলে গেলেন ‘মিঠাই’ আর ‘সিদ্ধার্থ’-ও

Last Updated:

Mithai In Odisha: ‘মিঠাই’ ধারাবাহিকের নাম নাকি বদলে যাচ্ছে । বদলে যাচ্ছেন ধারাবাহিকের কলাকুশলীরাও । সকলের প্রিয় মিঠাই আর সিডের চরিত্রে নাকি অন্য কাউকে দেখা যাবে ।

#কলকাতা: ‘মিঠাই’ (MithaI) এর নামে আজকাল দুই ঘটি জল বেশি খাচ্ছেন বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকরা । সরলতা আর ভালবাসায় সকলের মন জয় করে নেওয়া ‘মিঠাই’ তরতর কে পৌঁছে গিয়েছে টিআরপি-র প্রথম স্থানে । সেখান থেকে তাকে নামানোর ক্ষমতা হচ্ছে না কোনও ধারাবাহিকেরই । আর এই জনপ্রিয়তার কেন্দ্রে যিনি বিরাজ করছেন তিনি আর কেউ নন, স্বয়ং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) , সকলের প্রিয় মিঠাই । তাঁর ‘ইস্পিড’, ‘অ্যাস্কিডেন্ট’, ‘গোপাল হেলেপ’.... যেন বাঙালির মুখে মুখে ঘুরছে । জনপ্রিয়তার নিরিখে অবশ্য পিছিয়ে নেই ‘দাদু’র রাগী নাতি’ সিদ্ধার্থ ওরফে আদৃত রায় (Adrit Roy)-ও ।
কিন্তু কী হল হঠাৎ? ‘মিঠাই’ ধারাবাহিকের নাম নাকি বদলে যাচ্ছে ? বদলে যাচ্ছেন ধারাবাহিকের কলাকুশলীরাও ? সকলের প্রিয় মিঠাই আর সিডের চরিত্রে নাকি অন্য কাউকে দেখা যাবে । হ্যাঁ, ঠিকই পড়ছেন । তবে বাংলায় নয়, ওড়িয়ায় । জি সার্থক টিভি-তে।
বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিকের দক্ষিণ ভারতে পাড়ি জমানোর কথা তো অনেকেই এখন জেনে গিয়েছেন ।  তামিল ভাষায় রিমেক হয়েছে এই ধারাবাহিক । কিন্তু এখানেই শেষ নয়, এ বার ‘মিঠাই’ পরিবারে এসেছে আরও এক সুখবর । ‘মনোহরা’র সমস্ত সদস্যরাই এ বার পাড়ি জমাবেন পড়শি রাজ্যে । জানা গিয়েছে, এ বার থেকে ওড়িয়া ভাষায় সংসার পাতবেন মিঠাই আর উচ্ছে বাবু ।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Amarr (@amarchhinchani)

advertisement
এখানে এই ধারাবাহিকের নাম হয়েছে ‘ঝিলি’ । মিঠাই এর মতই মূল চরিত্রের নামেই ধারাবাহিক। মিঠাইয়ের মতো ঝিলিও গ্রামের মেয়ে । কোমরে আঁচল গুঁজে শাড়ি পরে সে, মাথায় লম্বা বিনুনি, গলায় কার । নিজের প্রিয় সাইকেলে চেপে মিষ্টি বিক্রি করে হাসিখুশি ঝিলি । কিন্তু শহরে এসে তাঁর সাইকেলে ধাক্কা লাগে হিরোর গাড়ির সঙ্গে । আর এরপর থেকেই একই সুতোয় জড়িয়ে যায় তাঁদের জীবন ।
advertisement
ঝিলির চরিত্রে অভিনয় করছেন নিকিতা মিশ্র। আর সিদ্ধার্থ হচ্ছেন কে? এ ক্ষেত্রেও একই রকম পোশাক এমনকি চশমা পরে দেখা যাচ্ছে সিদ্ধার্থকে, যদিও এই ধারাবাহিকের সিদ্ধার্থর কি নাম হচ্ছে তা এখনও জানা যায়নি। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অমর ছিনচানি । সিডের মতোই মিষ্টি পছন্দ করে না সে-ও ।
শুরুর পর থেকেই ‘মিঠাই’ বেশিরভাগ সময়ই ফার্স্ট গার্ল । এখন ‘লাটসাহেব’ আর ‘জিনিয়াস’-এর প্রেম পর্বে মজে রয়েছেন দর্শকরা । মিঠাই আর সিদ্ধার্থর ডিভোর্স শেষ মুহূর্তে এসে আটকে গিয়েছে । এখন চলছে তাঁদের এক মাসের ‘সংসার’ পর্ব । আর সেখানেই ফুলশয্যা থেকে শুরু করে মিঠাইয়ের মুন্নি চড়ে বাজারে গিয়ে মাছও কিনছেন ইচ্ছেবাবু । কখনও আবার মিঠাইয়ের গলায় পরাচ্ছেন নেকলেস । মিঠাই আবার তেল মালিশ করে দিচ্ছে তাঁর বর’কে । মিঠাইয়ের জন্য পিঠে তৈরি আবার কখনও গুন্ডাদের হাত থেকে মিঠাইকে বাঁচানো । ধারাবাহিকের নতুন এই মোড় সিরিয়ালটিকে টিআরপি’র শীর্ষে পৌঁছে দিয়েছে সহজেই ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai: নাম বদলে গেল ‘মিঠাই’-এর, বদলে গেলেন ‘মিঠাই’ আর ‘সিদ্ধার্থ’-ও
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement