হোম /খবর /বিনোদন /
পরীমণিকে ধর্ষণ ও খুনের চেষ্টা! পাশে দাঁড়িয়ে বিচার চাইলেন জয়া আহসান

Jaya Ahsan-Pori Moni: পরীমণিকে ধর্ষণ ও খুনের চেষ্টা! পাশে দাঁড়িয়ে বিচার চাইলেন জয়া আহসান

পরীমণি ও জয়া আহসান।

পরীমণি ও জয়া আহসান।

পরীমণির (Pori Moni) ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে এবার নায়িকার পাশে দাঁড়ালেন আরেক নায়িকা জয়া আহসান (Jaya Ahsan)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাংলাদেশের অভিনেত্রী পরীমণির (Pori Moni) ফেসবুক পোস্ট নিয়ে এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া! তাঁকে খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে৷ এই অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) একটি খোলা চিঠি লিখেছেন অভিনেত্রী৷ এর বিচার চেয়েছেন তিনি৷ ফেসবুক পোস্টে অভিযুক্তের নাম না জানালেও পরে সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেন পরীমণি। তাঁর এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে এবার নায়িকার পাশে দাঁড়ালেন আরেক নায়িকা জয়া আহসান (Jaya Ahsan)। বাংলাদেশ ও কলকাতার দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ করেন জয়া।

সোমবার ফেসবুকে পরীমণির ছবি শেয়ার করে নিজের মনের কথা জানান জয়া। সেখানে তিনি লিখেছেন, 'পরীমণির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে। একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো? এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে—তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।'

পরীমণির অভিযোগ, পুলিশে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি৷ তাই অবশেষে প্রকাশ্যেই মুখ খুলতে বাধ্য হয়েছেন তিনি৷ ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টার পর সাংবাদিকদের পরী জানান, তাঁকে হত্যা ও ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির নাম। অভিনেত্রী জানান, তাঁর ওপর নারকীয় অত্যাচার চালিয়েছেন নাসির ইউ মাহমুদ নামের এক ব্যক্তি।

পরী জানান, সেদিন রাতে তাঁকে পানীয়র সঙ্গে কিছু একটা খাওয়ানো হয়েছিল। কারণ, সারাক্ষণ তিনি প্রচণ্ড অস্থির আর অস্বস্তি অনুভব করছিলেন। নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন তিনি। চিঠিতে পরীমণির সাফ বয়ান, ‘‘আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।’’

Published by:Raima Chakraborty
First published:

Tags: Jaya Ahsan, Pori Moni