Aparajita Adhya Viral Video: টিপ টিপ বরসা পানি...খোলা চুল-লাল টিপে চমকে দিলেন অপরাজিতা আঢ্য, ভিডিও ভাইরাল...

Last Updated:

মিষ্টি ভিডিও সত্যিই এক ঝলক টাটকা বাতাসের মতো৷

#কলকাতা: অপরাজিতা আঢ্য, (Aparajita Adhya) বাংলা ছবি ও সিরিয়াল জগতের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব৷ তিনি সকলের প্রিয় অপাদি৷ অভিনয়ের জোরে তিনি যেমন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ধারাবাহিকের মুখ্য ভূমিকায়,তেমনই ঋতুপর্ণ ঘোষ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে তিনি অভিনয় করেছেন৷ এমনকি প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দাপটের সঙ্গে৷ অর্থাৎ বুম্বাদা-অপাদি জুটিও সকলের পছন্দ৷ তবে শুধু অভিনয় নয়, অপরাজিতা আঢ্য খুবই দক্ষ নৃত্য শিল্পী৷ মাঝে মধ্যে সে ঝলক মেলে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে৷ নিজের নাচের ভিডিও তিনি পোস্ট করেন এবং যা দেখে মুগ্ধ হয় নেটিজেনরা৷ এবারও তেমনই অপরাজিতা আঢ্যের এক মিষ্টি ভিডিও হল ভাইরাল (video viral)৷
বৃষ্টির মরসুম৷ কখনও আকাশের মেঘ ভার তো কখনও ঝমঝমিয়ে বৃষ্টি৷ এমন সময় বহু পুরনো গানের সঙ্গে নেচে ওঠে মন৷ এর মধ্যে রয়েছে অনেক বলিউডের ছবির গান৷ যেমন অক্ষয় কুমার-রবিনা ট্যান্ডন জুটির সুপারহিট ছবি মোহরার জনপ্রিয় গান টিপ টিপ বর্ষা পানি! এই গানে রবিনার লাস্যময়ী রূপে ঘায়েল হয়েছিল বহু পুরুষ হৃদয়৷ এবার সেই গানের সুর সঙ্গী করে নেচে উঠলেন অপরাজিতা আঢ্য৷ যদিও তিনি কোনও রকম অনুকরণ করলেন না৷ একেবারে নিজের মতো করে কয়েক সেকেন্ডের ভিডিও পরিবেশন করলেন দর্শকদের৷
advertisement
advertisement
advertisement
পরনে শাড়ি, কপালে বড় টিপ আর লম্বা খোলা চুল৷ এটাই যেন অপার ট্রেড মার্ক স্টাইল৷ সদা হাস্যময়ী অপরাজিতা আঢ্য স্লো মোশনে ক্যামেরার সামনে ঘুরে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় গানের সুরে৷ মুখে সেই চেনা হাসি, যা দেখে মন ভরে আট থেকে আশির৷ কোথাও যেন এভাবে ছোট ছোট ভিডিও দেখে মন ভাল হয় দর্শকদের৷ কারণ এখনও প্রায় ঘরে আটকে বহু মানুষ৷ বাড়ি থেকে চলছে নিত্য দিনের কাজকর্ম৷ তার মধ্যে এমন মিষ্টি ভিডিও সত্যিই এক ঝলক টাটকা বাতাসের মতো৷ আর এমন ভিডিও ভাইরাল না হয়ে পারে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Adhya Viral Video: টিপ টিপ বরসা পানি...খোলা চুল-লাল টিপে চমকে দিলেন অপরাজিতা আঢ্য, ভিডিও ভাইরাল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement