Bangla Serial TRP: সৌগুনের বিয়ে শেষ হতেই পিছল 'খড়কুটো'! টিআরপি-তে সেরা ধারাবাহিক 'মিঠাই', 'শ্রীময়ী' কততে

Last Updated:

কোনও ভাবেই ‌টিআরপি তালিকার এক নম্বর থেকে সরছে না জি বাংলার ধারাবাহিক 'মিঠাই'।

#কলকাতা: কোনও ভাবেই ‌টিআরপি তালিকার এক নম্বর থেকে সরছে না জি বাংলার ধারাবাহিক 'মিঠাই'। এই সপ্তাহেও ১১.৫ রেটিং পয়েন্ট নিয়ে সেই ধারাবাহিক এক নম্বরে। আর তার পরেই রয়েছে 'অপরাজিতা অপু' যার রেটিং পয়েন্ট ৯.৪। গত সপ্তাহে সামান্য পিছিয়ে গেলেও, এই সপ্তাহে এই ধারাবাহিক ফের দুই নম্বরে। তিন নম্বরে রয়েছে স্টার জলসার 'খড়কুটো' যার রেটিং পয়েন্ট ৮.১।
গত সপ্তাহে 'খড়কুটো' ছিল দুই নম্বরে। গুনগুন ও সৌজন্যের দ্বিতীয় বার বিয়ে মি‌টতেই আবার কমেছে রেটিং পয়েন্ট। তার পরেই চতুর্থ নম্বরে রয়েছে 'কৃষ্ণকলি' (৭.৪) এবং পঞ্চমে 'যমুনা ঢাকি' (৭.১)। দুটি ধারাবাহিকই জি বাংলার। স্টার জলসার 'শ্রীময়ী' রয়েছে ছয় নম্বরে। এর রেটিং পয়েন্ট ৬.৯। এই মুহূর্তে ধারাবাহিকটি মেতে উঠেছে 'শ্রীময়ী' ও রোহিত আঙ্কল-এর বিয়ে নিয়ে।
advertisement
সাত নম্বরে রয়েছে স্টার জলসার 'মহাপীঠ তারাপীঠ' যার রেটিং পয়েন্ট ৬.৮। এর পরে আট নম্বরে রয়েছে স্টার জলসার 'দেশের মাটি' ও জি বাংলার 'জীবন সাথী'। দুটিরই রেটিং পয়েন্ট ৬.৬। নয় নম্বরে রয়েছে 'রাসমণী' (৬.৫)। দশ নম্বরে রয়েছে 'গঙ্গারাম' যার রেটিং পয়েন্ট ৬.২।
advertisement
১) মিঠাই- ১১.৫
২) অপরাজিতা অপু- ৯.৪
৩) খড়কুটো- ৮.১
advertisement
৪) কৃষ্ণকলি- ৭.৪
৫) যমুনা ঢাকি- ৭.১
৬) শ্রীময়ী- ৬.৯
৭) মহাপীঠ তারাপীঠ- ৬.৮
৮) দেশের মাটি, জীবনসাথী- ৬.৬
৯)করুণাময়ী রাণী রাসমণী- ৬.৫
১০) গঙ্গারাম- ৬.২
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Serial TRP: সৌগুনের বিয়ে শেষ হতেই পিছল 'খড়কুটো'! টিআরপি-তে সেরা ধারাবাহিক 'মিঠাই', 'শ্রীময়ী' কততে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement