বিশেষ বন্ধু তথাগত’র লেন্সে ভিন্নভাবে ধরা দিলেন প্রিয়াঙ্কা , প্রদর্শিত হবে সেই সব ছবি

Last Updated:
#কলকাতা: সামনেই আসতে চলেছে রবীন্দ্র জয়ন্তী ৷ আর সেই কথা মাথায় রেখে বিখ্যাত ফ্য়াশন ফোটোগ্রাফার তথাগত ঘোষ ভিন্ন ধরনের একটি ফটো শ্যুট করলেন ৷ আর সেই শ্যুটের মুখ হলেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷
বিশেষ বন্ধু হওয়ার দরুন তাঁদের মধ্যে কমফর্টে লেভেলটা অনেকটাই ৷ মাঝে মধ্যেই তথাগত’র লেন্সে ধরা দেন নায়িকা ৷ তবে এ বার এক্কেবারে অন্য ভাবনা ৷ ছবিতে উঠে আসব রবীন্দ্র-যুগের রোম্যান্টিকতা ৷ সে সময়কার সুন্দরীদের আদলে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা ৷ আর গোটাটাই হবে গল্প বলার ধাঁচে ৷ অর্থাৎ এ নিয়ে তথাগত ঘোষের একটি ফোটো প্রদর্শনী হতে চলেছে ৷ যেখানে পুরো গল্প বলা হবে ফোটোগ্রাফির মাধ্যমে ৷ এই ফোটোগ্রাফি প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘অ্যাওয়েটিং’৷
advertisement
priyanka111
advertisement
এখানে প্রিয়াঙ্কাকে রাবিন্দ্রিক যুগের নায়িকা হিসেবে সাজিয়ে তুলতে বেশ কয়েকজন সাহায্য করেছেন ৷ মেকআপের দায়িত্ব সামলেছেন অভিজিৎ চন্দ ৷ স্টাইলিং করেছেন ঐন্দ্রিলা বসু ৷ বিকেল তিনটে থেকে আগামী ১০-১২ মে অবধি আইসিসিআর-এ সকলের জন্য এই ছবি প্রদর্শনের আয়োজন করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিশেষ বন্ধু তথাগত’র লেন্সে ভিন্নভাবে ধরা দিলেন প্রিয়াঙ্কা , প্রদর্শিত হবে সেই সব ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement