#কলকাতা: বয়স্ক মা অসুস্থ ছিলেন৷ ১৭ ফেব্রুয়ারি থেকে ভুগছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যের (Aparajita Adhya) মা৷ কিন্তু অভিনেত্রী নিজে কাজের ব্যস্ততায় মায়ের সেবা করতে পারেন না প্রতিনিয়ত৷ তবে সেই মায়ের সেবার জন্য তিনি পেয়েছেন এমন এক মানুষকে, যার প্রসংশায় পঞ্চমুখ অপা৷ অভিনেত্রীর মায়ের যিনি সেবা করছেন তাঁর নাম সরস্বতী৷ এবং তিনি গুণে লক্ষ্মী৷ বলছেন অপা নিজেই৷ এবছর তিনি তাঁর শ্বশুরকে হারিয়েছেন৷ ১৫ বছর বয়সে তিনি তাঁর নিজের বাবাকে হারান। ২৪ বছর বিবাহিত জীবনে শ্বশুরমশাই তাঁর বাবা হয়ে উঠেছিলেন। তাঁর সঙ্গে অপরাজিতার দারুণ সম্পর্ক ছিল। অন্যদিকে নিজের মা অসুস্থ৷ সেই মায়ের প্রতি সব রকম দায়িত্ব পালন করছেন ব্যস্ত নায়িকা৷
অপরাজিতা আঢ্য বলছেন যে, 'আমার মা আর আমার মাঝখানে যে বসে আছে সে হলো সরস্বতী ওর মধ্যে লক্ষ্মীর অনেক গুণ।আজ মা যতদিন অসুস্থ হয়েছেন সেই ১৭ ফেব্রুয়ারি থেকে আমার মায়ের পরিষেবা দিচ্ছে মা কে সুস্থ করে তুলছে মা-কে নতুন করে হাঁটতে শিখিয়েছে তার সাথ মায়ের রাগ মায়ের বিরক্তি মায়ের এক কথা বার বার বলা সব কিছু মেনে নিয়ে রাতের পর রাত জেগে একই ভাবে মা-কে সরিয়ে তোলার চেষ্টা করছে আজ ও আছে বলেই এই কোভিড যেতে পারছি ও আছে বলেই রাতে একটু ঘুমোতে পারছি সত্যি কথা বলতে দ্বিধা নেই আমি আমার মায়ের এত সেবা নিজে কখনোই করিনি আমার অনেক ফ্যান কিন্তু আমি স্বরস্বতীর ফ্যান আমার চোখে ওরাই হিরো। আজ সরস্বতী রা আছে বলেই শুধু দেশে নয় বিদেশেও মানুষ নিশ্চিন্ত তার পরিবার বা বাবা মাকে দেশে রেখে। এই মানুষ গুলোর মূল্যায়ন টাকা পয়সায় হয় না।। কুর্ণিশ এদের প্রাপ্য'।
এর পরই তিনি তাঁর মায়ের গলায় একটি গানও পোস্ট করেছেন৷ তাঁর মায়ের থেকে এই রবীন্দ্রসঙ্গীত তিনিও শিখেছেন, জানিয়েছেন অভিনেত্রী৷ এরপরই অপা (Aparajita Adhya mother sing) তাঁর মায়ের গলায় সেই গানটি পোস্ট করেন৷ গানটি হল, তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে৷ গলা কাঁপছে বৃদ্ধার, কিন্তু সুর রয়েছে সঠিক এবং গানের শব্দও কোনও ভুব হচ্ছে না৷ মায়ের এই গান সকলের সামনে তুলে ধরে খুবই গর্বিত অভিনেত্রী৷ বোঝাই যাচ্ছে গানের মাধ্যমেই মায়ের কাছে সংস্কৃতি জগতে পা রাখার শিক্ষা পান অপা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aparajita Adhya, Viral