Srabanti Chatterjee-Roshan Singh|| 'শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চাই', বধূ ফেরতের মামলা রোশনের, সমন পেয়েও গরহাজির নায়িকা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গেই সংসার করতে চেয়ে বধূ ফিরিয়ে আনার মামলা করেছিলেন রোশন সিং (Roshan Singh)। আদালতের সমন পাঠিয়েছিলেন, কিন্তু সমন গ্রহণ করেও আদালতে এলেন না অভিনেত্রী।
#কলকাতা: স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) সঙ্গেই সংসার করতে চেয়ে বধূ ফিরিয়ে আনার মামলা করেছিলেন রোশন সিং (Roshan Singh)। আদালতের সমন পাঠিয়েছিলেন অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কিন্তু সমন গ্রহণ করেও আদালতে এলেন না অভিনেত্রী। তবে শিয়ালদহ আদালতে হাজির হয়েছিলেন অভিনেত্রীর আইনজীবী।
রোশনের করা মামলার ভিত্তিতে আদালত শ্রাবন্তীকে একটি সমন পাঠায়।সেখানে বলা হয়েছিল, তিনি যা বলতে চান মামলার পরিপ্রেক্ষিতে, সেই বক্তব্য পেশ করার জন্য ১৪ জুলাই, বুধবার শিয়ালদহ কোর্টে উপস্থিত থাকেন। শ্রাবন্তী গত ১৮ জুন সমন গ্রহণ করেন। কিন্তু বুধবার আদালতে তিনি উপস্থিত হননি। বধূ ফেরতের মামলা প্রসঙ্গে রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল জানান, রোশনের তরফে বধূ ফিরিয়ে আনার মামলা করা হয়েছিল। পাশাপাশি, রোশনও অতীত ভুলে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাইছেন। তিনি বিবাহবিচ্ছেদ চাইছেন না। রোশনের আইনজীবী আরও বলেন, মামলায় বধূর বক্তব্য শোনার জন্য আদালত আরও ২১ অগাস্ট দিনটি ধার্য করেছে। সে দিনও শ্রাবন্তী না এলে একতরফা শুনানি হবে।
advertisement
তবে, স্বামী রোশনের বক্তব্য শুনতে আগ্রহী শ্রাবন্তী। এদিন সেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রীর আইনজীবী। প্রসঙ্গত, রোশন-শ্রাবন্তীর সম্পর্কে ফাটল ধরে গত বছর। আলাদা থাকতে শুরু করেন দম্পতি। চলতি বছরেই শ্রাবন্তী ফের প্রেমে পড়েন অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর। তিন নাকি শ্রাবন্তীর কমপ্লেক্সেই থাকেন। একসঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের।
advertisement
অরুনিমা দে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2021 8:02 PM IST