Ritabhari Chakraborty: ঋতাভরী কি বিয়ে করছেন? স্পষ্ট জবাবে জল্পনা পরিষ্কার করলেন অভিনেত্রী

Last Updated:

অনেকে রটিয়ে দিয়েছেন, অভিনেত্রী খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। কিন্তু সত্যি কি তাই? অবশেষে জল্পনায় জল ঢাললেন স্বয়ং ঋতাভরী।

#কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেই অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে (ritabhari Chakraborty) নিয়ে জল্পনা শুরু করে দেন নেটিজেনরা। প্রশ্ন তোলেন কবে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী। আবার ইতিমধ্যেই অনেকে রটিয়ে দিয়েছেন, অভিনেত্রী খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। কিন্তু সত্যি কি তাই? অবশেষে জল্পনায় জল ঢাললেন স্বয়ং ঋতাভরী। সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দিলেন, বিয়ে করে আর কোনো পরিকল্পনাই নেই তাঁর।
ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে ঋতাভরী লেখেন, "আমার এর মধ্যে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। কিছুদিন আগেই আমার বড় দুটো অস্ত্রোপচার হয়েছে যা সবাই জানেন। এই মুহূর্তে আমি নিজের শরীর স্বাস্থ্য এবং অন্যান্য কাজ যা রয়েছে তাতে মন দিচ্ছি।
advertisement
advertisement
ঋতাভরী সেই পোস্টেই সাফ জানিয়ে দেন, বিয়ে নিয়ে আর কোন প্রশ্ন তিনি শুনতে চান না। প্রসঙ্গত সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে ঋতাভরীর। এর আগে ২০২০-তেও একটি একটি অস্ত্রোপচার হয়েছিল তার। আপাতত তাই শরীর স্বাস্থ্যের দিকে তিনি মন দিচ্ছেন।
তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়। একজন মনের মানুষ রয়েছেন ঋতাভরীর। কিন্তু সেটা আর রহস্যই রাখতে চান অভিনেত্রী। অভিনেত্রীর ভক্তের সংখ্যা গুনে শেষ করা যায় না। তাই তিনি বিয়ের পিঁড়িতে বসলেন যে বহু ভক্তের মন ভাঙবে তা বলাই বাহুল্য। আর অন্যদিকে একের পর এক কাজও করছেন তিনি।
advertisement
সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরীর ছবি ফ্রেম। এছাড়াও শুভজিৎ মিত্রের পরিচালনায় মায়া মৃগ ও ছবিতেও কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান করছেন ঋতাভরী। সম্প্রতি মুক্তি পেয়েছে ঋতাভরীর গান 'শাওন'। সব মিলিয়ে কেরিয়ার নিয়ে বেশ ভালোই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। আর তাই এত কাজের মধ্যে বিয়ে করার কোনও পরিকল্পনা তার নেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritabhari Chakraborty: ঋতাভরী কি বিয়ে করছেন? স্পষ্ট জবাবে জল্পনা পরিষ্কার করলেন অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement