Rekha Imran Affair: রেখার সঙ্গে গোপন প্রেম ছিল ইমরানের? কে দিয়েছিলেন বিয়েতে বাধা?

Last Updated:

বলিউড আর ক্রিকেটের(Bollywood and Cricketer marriage) সম্পর্ক বহুদিনের৷ ক্রিকেটারের সঙ্গে বলি নায়িকার বিয়ের তালিকাটা বেশ লম্বা৷

#মুম্বই:যৌবনের রেখার (Rekha) প্রেমে পড়েননি এমন পুরুষ মনে হয় কমই রয়েছেন৷ সাধারণ ভক্তরা তো বটেই, বহু তারকাই ছিলেন রেখার প্রেমে পাগল৷ লাস্যময়ী অভিনেত্রীকে নিজেদের জীবনে পেতে চেয়েছেন বহু পুরুষ৷ দেশে এমনকী দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছিল সেই তালিকাটা৷ তাতে কি সামিল ছিলেন পাক ক্রিকেটার এবং বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান খানও? সেই জল্পনা উঠে এল বহুদিন সান সংবাদপত্রের (Sun Newspaper) পুরনো পাতা থেকে৷ সেখানে লেখা হয়েছে যে, রেখার সঙ্গে কি ইমরানের বিয়ে (Rekah Imran Khan affair)? এবং এর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে রেখা ও ইমরানের ছবি (Rekha Cricketer Imran Khan relationship)! দু’জনেরই নজরকাড়া চেহারা এবং জনপ্রিয়তার তুঙ্গে৷ তাই এই দুই তারকার এমন খবর নিয়ে যে চর্চা হবে,সেটাই স্বাভাবিক!
বলিউড আর ক্রিকেটের সম্পর্ক বহুদিনের (Bollywood and Cricket relation) ক্রিকেটারের সঙ্গে বলি নায়িকার বিয়ের তালিকাটা বেশ লম্বা৷ শর্মিলা-পাতৌদি থেকে বিরাট-অনুষ্কা সকলেই রয়েছেন সেই তালিকায়৷ এবং জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীনই এঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন৷ তাই বাড়তি আকর্ষণও ছিল সকলের৷ এই তালিকায় যুক্ত হতেই পারতেন রেখা-ইমরান৷ কিন্তু কেন সেই বিয়ে হল না? কী জানা যাচ্ছে সেই বিষয়?
advertisement
advertisement
কী লেখা ছিল এই প্রতিবেদনে? ইমরান ও রেখার বিয়ের কথা উল্লেখ করা ছিল সেখানে৷ বলা হয়েছিল যে সেই বছর গোটা এপ্রিল মাস ইমরান ছিলেন বম্বেতে৷ সেই সময় তাঁকে ও রেখাকে নিয়মিত দেখা যেত একসঙ্গে৷ বম্বের সমুদ্র সৈকতে প্রেম শিভর গোডরেজের বাড়ি হোক বা নাইট ক্লাব, একে ওপরের সঙ্গ উপভোগ করতেন তাঁরা৷ তবে শুধু এই দুই তারকা নয়, কথা এগিয়েছিল তাঁদের বাড়ি পর্যন্ত৷ রেখার মা জানিয়েছিলেন যে, তাঁর মেয়ের জন্য ইমরানের থেকে ভাল পাত্র হবেই না৷ এই নিয়ে এক জ্যোতিষির সঙ্গে আলোচনা করতে তিনি দিল্লিও গিয়েছিলেন৷ জ্যোতিষি কী জানিয়েছিলেন সেটা অবশ্য জানা যায়নি৷ কিন্তু রেখার মা ইমরানের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে খুবই আশাবাদী ছিলেন৷ যারা সেই সময় রেখা ও ইমরানকে একসঙ্গে দেখেছিলেন, তারাও বলেছিলেন দু’জনের মধ্যে কতটা ছিল সম্পর্কের উষ্ণতা! তবে ইমরান ছিলেন প্লেবয়৷ তিনি বিয়ে নিয়ে খুব বেশি উৎসাহী ছিলেন না৷ শেষ পর্যন্ত দু’জনের পথ আলাদাই হয়ে যায়৷
advertisement
advertisement
রেখা রহস্যময়ী৷ তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি৷ অমিতাভ বচ্চেনর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নানা জলঘোলা হয়েছে৷ তাই রহস্যের আর একটি মোড়ক খোলায় বেশ উপভোগ করেছেন তাঁর ভক্তরা৷ রেখার মত এমন চিবযৌবনাকে এই ধরণের গসিপে বেশ মজে রয়েছেন বলিভক্তরা!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rekha Imran Affair: রেখার সঙ্গে গোপন প্রেম ছিল ইমরানের? কে দিয়েছিলেন বিয়েতে বাধা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement