#মুম্বই: টুকটুকে লাল জ্যাকেটের পিছনে ঠাঁই পেল মা কালীর ছবি (Maa Kali photo in Priyanka Chopra Jacket)! পিছন ঘুরে যখন হাঁটলেন অভিনেত্রী তখন শরীরী দোলায় দুলে দুলে উঠল সেই মা কালীর ডিজাইন করা জ্যাকেট৷ এভাবেই আবারও ভাইরাল হল (Viral Priyanka Chopra photo) প্রিয়াঙ্কা চোপড়া জোনসের ছবি৷ তিনি বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন৷ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jonas global icon) গ্লোবাল আইকন৷ একদিকে তাঁর কাজ অন্যদিকে তাঁর ফ্যাশন, এই দুইয়ের দিকে তাঁকিয়ে থাকেন তাঁর ভক্তরা৷ মাঝে মধ্যেই রকমারি পোশাকে (priyanka chopra fashion) তিনি সকলকে মুগ্ধ করেন৷ তবে সবসময় যে সেই সাজ সবার পছন্দ হয়, সেটাও নয়৷ তবে প্রিয়াঙ্কা থাকেন চর্চায়!
এবার প্রিয়াঙ্কা বেছে নিলেন মা কালীর ছবি৷ তাঁর লাল জ্যাকেটের পিছনে থাকল মা কালীর মোটিফ৷ দারুণ সুন্দর ডিজাইন করা এই জ্যাকেট পরে তিনি স্বামীর নিক জোনাসের হাত ধরে হেঁটে চলেছেন৷ দূরে দাঁড়িয়ে হলুদ কালো ট্যাক্সি৷ এর মধ্যে দিয়ে যেন শহর কলকাতার এক প্রতীকী ছবি তুলে ধরার চেষ্টা করেছেন বিশ্বখ্যাত দম্পতি৷
মজার বিষয় হল, এই ছবি নিক (Nick Jonas) শেয়ার করেছিলেন ২০২০-র ২৯ ফেব্রুয়ারি৷ অর্থাৎ এক বছরের বেশি সময় আগে এই ছবি সামনে এসেছিল৷ আবার প্রিয়াঙ্কার ফ্যান সাইট এই ছবিটি পোস্ট করেছে তাদের ইনস্টাগ্রামে পেজে৷ ব্যাস, আবারও হিট এই পুরনো ছবি৷ খুবই ভাইরাল হয়েছে৷ আসলে প্রিয়াঙ্কার ক্যারিশমাই এমন যে তিনি সবসময় জনপ্রিয়৷ তাই তো পুরনো ছবিতেও তিনি তাক লাগিয়ে দিতে পারেন৷
আপাতত প্রিয়াঙ্কা ও নিক ব্যস্ত রয়েছেন ভারতের (India COVID19) করোনা পরিস্থিতি মোকাবিলায়৷ গিভ ইন্ডিয়া (GiveIndia) উদ্যোগে তিনি করোনা চিকিৎসায় টাকা জোগার করছেন৷ সেই টাকা পুরোটাই দেশে করোনা বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হবে৷ প্রিয়াঙ্কা ও নিক, (Priyanka Nick India Coronavirus) নিজেরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তাঁদের আহ্বানে প্রচুর মানুষ সাড়া দিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fashion, Priyanka Chopra