‘আমি তো একটা ক্যান্সার পেশেন্ট’, বারবার একই কথা সব্যসাচী’কে মনে করিয়ে দেন ঐন্দ্রিলা!

Last Updated:

একা একা বাথরুম যাওয়ার মতো শক্তিটুকুও নেই । কিন্তু মনের জোরে অদম্য ঐন্দ্রিলা (Aindrila Sharma)। প্রেমিক সব্যসাচী (Sabyasachi Chowdhury) শেয়ার করলেন সম্পর্কের খুঁটিনাটি ।

#কলকাতা: এ দুনিয়ায় ভালবাসার সমান শক্তিশালী আর কিছুই নেই । ভালবেসে ত্যাগ করে দেওযা যায় নিজের সমস্ত ঐশ্বর্য, সুখ, স্বাচ্ছন্দ্য । ভালবাসার অন্য নাম বোধ হয় পাশে থাকা, বিশ্বাস, ভরসা আর শক্ত করে ধরা হাত । ভালবাসা মানে পিছু হটা নয়, মুখ ফিরিয়ে নেওয়া নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের যুদ্ধে অবতীর্ণ হওয়া ।
সেটাই আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বাংলা ধারাবাহিকের দুই জনপ্রিয় মুখ । ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আর সব্যসাচী চৌধুরি ( Sabyasachi Chowdhury) । একজন ‘জিয়নকাঠি’তে অভিনয় করছেন, অন্যজন ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সকলের প্রিয় ‘বামাক্ষ্যাপা’। ভালবাসার শিকড় যে কতটা গভীর হতে পারে তা নিঃশব্দে বুঝিয়ে দিলেন তাঁরাই ।
advertisement
বহুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ঐন্দ্রিলা । একাদশ শ্রেণীতে পড়ার সময় তাঁর শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল । বহু লড়াই করে সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসেছিলেন সাহসী মেয়ে । আবারও লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় নিজেকে সঁপে দিয়েছিলেন । কিন্তু ভাগ্যবিধাতা যে তাঁর জন্য মসৃণ পথ তৈরি করেননি । ফলে আবারও ফিরে আসে সেই রোগ । এ বছর সরস্বতী পুজোর দিন শ্যুটিং ফ্লোরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী । তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা জানান তাঁর বাম ফুসফুসে ক্যান্সার ফের থাবা বসিয়েছে । আবারও শুরু হয় নতুন লড়াইয়ের গল্প । এ বার আর একা নন অভিনেত্রী । পাশে পেয়ে যান প্রেমিক সব্যসাচীকে । তাঁর দেখভাল করা থেকে যত্ন করে খাইয়ে দেওয়া, পাশে থেকে ভালবাসা আর ভরসার হাতটা বাড়িয়ে দেন সব্যসাচী ।
advertisement
advertisement
কেমোথেরাপি শুরু হয়েছে ঐন্দ্রিলার । তাঁর সমস্ত চুল উঠে গিয়েছে । এক ঢাল লম্বা কালো চুল আজ আর নেই । কিন্তু ভালবাসার গায়ে লাগেনি কোনও আঁচড় । তাঁরা এখনও হাসি মুখে পৃথিবীকে শেখাচ্ছেন ভালবাসার পাঠ । সেই ঐন্দ্রিলার অস্ত্রোপচার হয়েছে । সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেও সমানে চলেছে রেডিয়েশন আর কেমোথেরাপি । wbc কাউন্ট অনেক কম থাকার ফলে শরীর অসার হয়ে গিয়েছে তাঁর । একা একা বাথরুম যাওয়ার মতো শক্তিটুকুও নেই । কিন্তু মনের জোরে অদম্য ঐন্দ্রিলা ।
advertisement
সে কথাই আবারও ফেসবুকে লিখলেন প্রেমিক সব্যসাচী । তাঁর আর ঐন্দ্রিলার সম্পর্কের রসায়ন যেন কতটা টক-মিষ্টি স্বাদে ভরা তা আর বোঝার অপেক্ষা রাখে না । এত কষ্টের মধ্যেও রসবোধটুকু হারিয়ে যেতে দেননি ঐন্দ্রিলা । সারাদিন শুয়ে শুয়ে মৌবাইল ঘাঁটেন আর সব্যসাচী’কে নানা মজার মজার খবর দেন । কোন পোর্টালে তাঁকে নিয়ে কী ভুল ভাল সংবাদ প্রকাশিত হল, তা নিয়ে মশকরাও চলতে থাকে সমান তালে । কোনও ইউটিউব চ্যানেলে হয়তো তাঁর মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়েও হাসি-ঠাট্টা কমে না নায়িকার । গাল ফুলিয়ে বলেন, “আমি তো একটা ক্যান্সার পেশেন্ট, অপারেশনের রুগী। একবার ইউটিউবে দেখো গো, আমার জীবনে কত কষ্ট।” প্রেমিকার সঙ্গে এমনই খুনসুটি, প্রেম, আদর, রাগ-অভিমানে দিন কাটে সব্যসাচীর । সে কথাই ফেসবুকের ওয়ালে শেয়ার করলেন ‘বামাক্ষ্যাপা’ ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমি তো একটা ক্যান্সার পেশেন্ট’, বারবার একই কথা সব্যসাচী’কে মনে করিয়ে দেন ঐন্দ্রিলা!
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement