Jeet Video: 'এখনও আমার এই ভিডিও দেখেননি?' ভিডিও দেখে দারুণ চটলেন ভক্তরা, ভাইরাল

Last Updated:

জিত ভক্তরা(Jeet Fan) খুব রেগে গিয়েছেন৷ কেন?

#কলকাতা: বাংলার সুপারস্টার জিত (Jeet)৷ তাঁর ভক্তের সংখ্যা অগণিত৷ তাঁর ছবি সবই হিট৷ কখনও কোয়েল, কখনও সায়ন্তিকা বা নুসরতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের৷ এবার মিমির সঙ্গে জুটি বেঁধে আসছে তাঁর ছবি বাজি(Baazi)৷ সেই ছবির একটি গান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিরো৷ আবারও গানের একটি ছোট টুকরো তিনি পোস্ট করে ভক্তদের প্রশ্ন করেন, এখনও আমার এই ভিডিওটি দেখেননি? ব্যাস ভিডিও দেখেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকে জিত ভক্তরা৷ আর এই ভিডিও দেখা নিয়ে ট্রোলড হন নায়ক জিত৷
বাজির ছবিতে জিত সঙ্গী করেছেন মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)৷ এই জুটি দর্শকদের পছন্দ হয়েছে৷ এই ছবির গান আয় না কাছে রে-র সুর দিয়েছেন জিত গঙ্গোপাধ্যায়(Jeet Ganguly)৷ গেয়েছেন নাকাশ আজিজ৷ বিদেশের মনোরম লোকেশন মিমি-জিতের নাচও দারুণ৷ কোরিওগ্রাফির দায়িত্বে জয়েশ প্রধান৷ ছবির প্রযোজক অভিনেতা জিত৷ বাজি ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে আগেই৷ আবার সেই গানটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন জিত৷ বললেন, এখনও গানটি না দেখে থাকলে, তাড়াতাড়ি দেখুন৷ কিন্তু দেখবে কী, একের পর এক তুলোধনা করে কমেন্টে লিখতে থাকল অনেকেই৷
advertisement
advertisement
advertisement
কোরিওগ্রাফটা খুব খারাপ বলছেন একজন৷ অন্য আর একজন জিত ভক্ত বলছেন যে, জঘন্য গান এটা৷ তাঁর মতে, তিনি চান জিতের থেকে আরও ভাল ছবি৷ অসুরের পর তিনি ভেবেছিলেন যে অভিনেতা জিত অন্যধরণের ভাল ছবি করবেন, কিন্তু তা না করে সেই বস্তা পচা সব ছবি করছেন দেখে দারুণ চটেছেন অনেক ভক্ত৷ তবে এটাও ঠিক জিতকে এমন অবতারে দেখতে পছন্দও করেছেন অনেকে৷ যদিও বিরুপ মন্তব্য নিয়ে মুখে কুলুপ অভিনেতার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeet Video: 'এখনও আমার এই ভিডিও দেখেননি?' ভিডিও দেখে দারুণ চটলেন ভক্তরা, ভাইরাল
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement