Jeet Video: 'এখনও আমার এই ভিডিও দেখেননি?' ভিডিও দেখে দারুণ চটলেন ভক্তরা, ভাইরাল

Last Updated:

জিত ভক্তরা(Jeet Fan) খুব রেগে গিয়েছেন৷ কেন?

#কলকাতা: বাংলার সুপারস্টার জিত (Jeet)৷ তাঁর ভক্তের সংখ্যা অগণিত৷ তাঁর ছবি সবই হিট৷ কখনও কোয়েল, কখনও সায়ন্তিকা বা নুসরতের সঙ্গে জুটি বেঁধে একের পর এক জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের৷ এবার মিমির সঙ্গে জুটি বেঁধে আসছে তাঁর ছবি বাজি(Baazi)৷ সেই ছবির একটি গান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিরো৷ আবারও গানের একটি ছোট টুকরো তিনি পোস্ট করে ভক্তদের প্রশ্ন করেন, এখনও আমার এই ভিডিওটি দেখেননি? ব্যাস ভিডিও দেখেই একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকে জিত ভক্তরা৷ আর এই ভিডিও দেখা নিয়ে ট্রোলড হন নায়ক জিত৷
বাজির ছবিতে জিত সঙ্গী করেছেন মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty)৷ এই জুটি দর্শকদের পছন্দ হয়েছে৷ এই ছবির গান আয় না কাছে রে-র সুর দিয়েছেন জিত গঙ্গোপাধ্যায়(Jeet Ganguly)৷ গেয়েছেন নাকাশ আজিজ৷ বিদেশের মনোরম লোকেশন মিমি-জিতের নাচও দারুণ৷ কোরিওগ্রাফির দায়িত্বে জয়েশ প্রধান৷ ছবির প্রযোজক অভিনেতা জিত৷ বাজি ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে আগেই৷ আবার সেই গানটি ইনস্টাগ্রামে পোস্ট করলেন জিত৷ বললেন, এখনও গানটি না দেখে থাকলে, তাড়াতাড়ি দেখুন৷ কিন্তু দেখবে কী, একের পর এক তুলোধনা করে কমেন্টে লিখতে থাকল অনেকেই৷
advertisement
advertisement
advertisement
কোরিওগ্রাফটা খুব খারাপ বলছেন একজন৷ অন্য আর একজন জিত ভক্ত বলছেন যে, জঘন্য গান এটা৷ তাঁর মতে, তিনি চান জিতের থেকে আরও ভাল ছবি৷ অসুরের পর তিনি ভেবেছিলেন যে অভিনেতা জিত অন্যধরণের ভাল ছবি করবেন, কিন্তু তা না করে সেই বস্তা পচা সব ছবি করছেন দেখে দারুণ চটেছেন অনেক ভক্ত৷ তবে এটাও ঠিক জিতকে এমন অবতারে দেখতে পছন্দও করেছেন অনেকে৷ যদিও বিরুপ মন্তব্য নিয়ে মুখে কুলুপ অভিনেতার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeet Video: 'এখনও আমার এই ভিডিও দেখেননি?' ভিডিও দেখে দারুণ চটলেন ভক্তরা, ভাইরাল
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement