Actress Pallavi Dey death: পল্লবীর মৃত্যুতে মন খারাপ টেলি তারকাদের, কে কী বলছেন, পড়ুন ...

Last Updated:

Pallavi Dey Suicide: হাসিখুশি মিষ্টি মেয়ে পল্লবী কেন এভাবে নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পথ বেছে নিলেন, তার কারণ জানার চেষ্টা চলছে৷

#কলকাতা: অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুর খবর মেনে নিতে পারছে না টেলি জগতের কেউ৷ হাসিখুশি মিষ্টি মেয়ে পল্লবী কেন এভাবে নিজেকে শেষ করে দেওয়ার মতো চরম পথ বেছে নিলেন, তার কারণ জানার চেষ্টা চলছে৷ তবে তার আগে পল্লবীর বন্ধু, সহকর্মীরা বলছেন যে কোনও সমস্যাতেই মৃত্যুর পথ বেছে নেওয়া ঠিক নয়৷ উচিৎ সাহায্যের হাত খোঁজা৷
কী কারণে পল্লবীর মৃত্যু, তার তদন্ত চলছে৷ পরিবারের পক্ষ থেকে পল্লবীর প্রেমিকের দিকে একাধিক অভিযোগ আনা হয়েছে৷ পুলিশও মৃত অভিনেত্রীর প্রেমিককে জেরা করছে৷ সঠিক কারণ জানতে চান পল্লবীর পরিবার থেকে শুরু করে সহকর্মীরাও৷ বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ সায়ন্তনীর কথায়, "খুবই মর্মাহত এই খবরে৷ পল্লবীর সঙ্গে খুব বেশি পরিচয় ছিল, বলব না, তবে একটি ধারাবাহিকে কাজ করেছি৷ নাম ছিল রেশম ঝাঁপি৷ এভাবে একজন অভিনেত্রীর মৃত্যুর খবরে খুব কষ্ট পেয়েছি"৷ সায়ন্তনীর মতে যে কোনও সমস্যা জীবনে আসুক না কেন, তার সঙ্গে লড়াই করার ক্ষমতা থাকা প্রয়োজন৷ এবং অবশ্যই তার জন্য প্রয়োজন হলে মনোবিদের কাছে যেতে হবে, বলছেন তিনি৷ "শরীর খারাপ হলে যেমন ডাক্তারের কাছে যে দ্বিধা হয় না, তেমন মন খারাপ হলে মনোবিদের কাছে যেতে হবে বিনা বাধায়", স্পষ্ট কথা সায়ন্তনীর৷
advertisement
advertisement
সায়ন্তনী মল্লিক সায়ন্তনী মল্লিক
পল্লবীর মৃত্যুতে খুব ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু৷ মীরা ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করেছেন দেবাদ্রিতা৷ তাঁর কথায়, "মীরা ধারাবাহিক যেখানে চলছিল, তার নিচের ফ্লোরেই চলছিল মন মানে না৷ পল্লবী অভিনয় করত সেই সিরিয়ালে৷ ফলে বহুদিন আমরা একসঙ্গে সময় কাটিয়েছি৷ কাঁজের মাঝে যে ব্রেক পেতাম তখন একসঙ্গে চা খেতে যেতাম, কত গল্প করতাম৷ খুব মনে পড়ছে৷ কেন এভাবে নিজেকে শেষ করে দিল পল্লবী, বুঝতেই পারছি না"৷
advertisement
দেবাদ্রিতা বসু দেবাদ্রিতা বসু
অভিনেতা ইন্দ্রনীলও একই রকমভাবে ব্যথিত এই খবরে৷ তাঁর মতে কোনও মানসিক সমস্যায় মনোবিদের সাহায্য নেওয়া উচিৎ৷ এর পাশাপাশি তিনি আরও জানাচ্ছেন যে আর্থিক বিষয়ও ঠিকভাবে প্ল্যানিং করতে হবে৷ "যেহেতু আমরা ফ্রিলান্স করি, তাই ৭ মাস কাজ থাকে তো ৫ মাস কাজ নাও থাকতে পারে৷ যে ৭ মাস কাজ করছি সে সময়টা যেমন উপভোগ করছি, তেমনই পরের কাজ না পাওয়ার সময়টার জন্যও চিন্তা থাকা উচিৎ৷ সেভাবেই অর্থ সঞ্চয়ের প্রয়োজন"৷
advertisement
ইন্দ্রনীল মল্লিক ইন্দ্রনীল মল্লিক
অভিনেতা ভরত কল জানান, "এটা আশা করিনি পল্লবীর থেকে। কিছু ব্যক্তিগত সমস্যা হলে সেটা সমাধান পথ বের করা দরকার। এভাবে চলে যাবে ভাবিনি"। অভিনেত্রী জয়শ্রী, সুচিস্মিতা সহ একাধিক অভিনেত্রী ও অভিনেতারা পল্লবীর আত্মহত্যার খবর মেনে নিতে পারছেন না।
পল্লবীরে দেহ ময়না তদন্ত জন্য কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর গোটা বিষয় বোঝা যাবে, কীভাবে মৃত্যু। পুলিশি তদন্তও চলছে৷ সম্পর্কে টানাপোড়েন নাকি মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ, সেটা পরিষ্কার হবে খুব শীঘ্রই৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress Pallavi Dey death: পল্লবীর মৃত্যুতে মন খারাপ টেলি তারকাদের, কে কী বলছেন, পড়ুন ...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement