Actress Pallavi Dey death: অনেক মহিলার সঙ্গে সম্পর্ক, পল্লবীকে ঠকাচ্ছিল প্রেমিক! অভিযোগ অভিনেত্রীর পরিবারের

Last Updated:
Tollywood Actress Suicide: বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন নাকি মানসিক অবসাদ, কেন এভাবে মৃত্যু অভিনেত্রীর?
1/9
দক্ষিণ কলকাতায় রহস্য মৃত্যু টেলি অভিনেত্রীর। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে। বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই কি মৃত্যু? আত্মহত্যা নাকি অন্য কোনও ভাবে মৃত্যু? আত্মহত্যার প্ররোচনার তীর কি অভিনেত্রীর বয়ফ্রেন্ডের দিকে? খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ।
দক্ষিণ কলকাতায় রহস্য মৃত্যু টেলি অভিনেত্রীর। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের নাম পল্লবী দে। বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই কি মৃত্যু? আত্মহত্যা নাকি অন্য কোনও ভাবে মৃত্যু? আত্মহত্যার প্ররোচনার তীর কি অভিনেত্রীর বয়ফ্রেন্ডের দিকে? খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ।
advertisement
2/9
পল্লবীর প্রেমিকের নাম সাগ্নিক চক্রবর্তী। তিনি বেসরকারি সংস্থাতে কাজ করেন। গত এক - দেড় বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। রাম রাজা তলা হাওড়ায় বাড়ি পল্লবীর। সেখান থেকেই আলাপ। প্রেমিক সাগ্নিক হাসপাতালে আসার পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
পল্লবীর প্রেমিকের নাম সাগ্নিক চক্রবর্তী। তিনি বেসরকারি সংস্থাতে কাজ করেন। গত এক - দেড় বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন তাঁরা। রাম রাজা তলা হাওড়ায় বাড়ি পল্লবীর। সেখান থেকেই আলাপ। প্রেমিক সাগ্নিক হাসপাতালে আসার পর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।
advertisement
3/9
পল্লবীর মৃত্যুর জন্য তাঁর প্রেমিকের দিকেই আঙুল তুলেছে তাঁর পরিবার৷ মৃতের পরিবারের দাবি, সাগ্নিক বিবাহিত৷ অন্য মহিলার সঙ্গে ৬ মাস আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সাগ্নিকের৷ সে কথা লুকিয়ে রেখেছিল পল্লবীর কাছে৷ তা জানতে পেরেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়৷ পল্লবীর পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, এমনকি ডিভোর্স না করেই পল্লবীর অন্য বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সাগ্নিকের৷ যা একেবারে মেনে নিতে পারেনি পল্লবী, বলছে পরিবার৷
পল্লবীর মৃত্যুর জন্য তাঁর প্রেমিকের দিকেই আঙুল তুলেছে তাঁর পরিবার৷ মৃতের পরিবারের দাবি, সাগ্নিক বিবাহিত৷ অন্য মহিলার সঙ্গে ৬ মাস আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল সাগ্নিকের৷ সে কথা লুকিয়ে রেখেছিল পল্লবীর কাছে৷ তা জানতে পেরেই দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়৷ পল্লবীর পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে, এমনকি ডিভোর্স না করেই পল্লবীর অন্য বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সাগ্নিকের৷ যা একেবারে মেনে নিতে পারেনি পল্লবী, বলছে পরিবার৷
advertisement
4/9
রবিবার সকালে গড়ফা এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দের দেহ। নিয়ে আসা হয় এম আর বাঙুর হাসপাতালে। খবর পেয়ে হাওড়া রামরাজতলা থেকে পরিবারের সদস্যরা আসেন। আসেন টলি পাড়ার অভিনেতা অভিনেত্রীরা। শোকস্তব্ধ হয়ে পরেন সকলেই। পরিবারের তরফে গরফা থানায় অভিযোগ দায়ের করেন। 
রবিবার সকালে গড়ফা এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দের দেহ। নিয়ে আসা হয় এম আর বাঙুর হাসপাতালে। খবর পেয়ে হাওড়া রামরাজতলা থেকে পরিবারের সদস্যরা আসেন। আসেন টলি পাড়ার অভিনেতা অভিনেত্রীরা। শোকস্তব্ধ হয়ে পরেন সকলেই। পরিবারের তরফে গরফা থানায় অভিযোগ দায়ের করেন। 
advertisement
5/9
সহকর্মী ও পরিবার সূত্রে খবর, মৃত্যুর আগের দিন, পল্লবী সাগ্নিকের  সঙ্গে পাটুলিতে আড্ডা দেন।সেই ভিডিও শনিবার সোশ্যাল মিডিওয়াতে পোস্ট করেন পল্লবী। গত ২৩ ফেব্রুয়ারী পল্লবীর জন্মদিনে সারপ্রাইস দেয় সাগ্নিক। ৬-৭মাস আগে প্রেমিকের কাছে গাড়ি চালানো শেখেন পল্লবী। তবে মাঝে তাদের মধ্যে সমস্যা ছিল বলে খবর৷  কি কারণে সমস্যা? তৃতীয় কারও আগমন নাকি অন্য কিছু? আত্মহত্যার পিছনে কার প্ররোচনা? আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু?  নানা প্রশ্ন উঠছে৷
সহকর্মী ও পরিবার সূত্রে খবর, মৃত্যুর আগের দিন, পল্লবী সাগ্নিকের  সঙ্গে পাটুলিতে আড্ডা দেন।সেই ভিডিও শনিবার সোশ্যাল মিডিওয়াতে পোস্ট করেন পল্লবী। গত ২৩ ফেব্রুয়ারী পল্লবীর জন্মদিনে সারপ্রাইস দেয় সাগ্নিক। ৬-৭মাস আগে প্রেমিকের কাছে গাড়ি চালানো শেখেন পল্লবী। তবে মাঝে তাদের মধ্যে সমস্যা ছিল বলে খবর৷  কি কারণে সমস্যা? তৃতীয় কারও আগমন নাকি অন্য কিছু? আত্মহত্যার পিছনে কার প্ররোচনা? আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু?  নানা প্রশ্ন উঠছে৷
advertisement
6/9
পল্লবীর পরিবারের আরও প্রশ্ন যে,ঘরে ঝুলন্ত দেহ দেখে কেন বুঝতে পারল না সাগ্নিক? পল্লবীকে এই অবস্থায় দেখে কোনও পদক্ষেপ না নিয়ে কেন আগে তার পরিবারকে ফোন করে সাগ্নিক, সে অভিযোগও উঠছে৷ 
পল্লবীর পরিবারের আরও প্রশ্ন যে,ঘরে ঝুলন্ত দেহ দেখে কেন বুঝতে পারল না সাগ্নিক? পল্লবীকে এই অবস্থায় দেখে কোনও পদক্ষেপ না নিয়ে কেন আগে তার পরিবারকে ফোন করে সাগ্নিক, সে অভিযোগও উঠছে৷ 
advertisement
7/9
শনিবার রাত ৩টে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অনলাইন ছিলেন পল্লবী। সোশ্যাল মিডিয়া স্টোরিতে পোস্টন করে বয়ফ্রেন্ডের সঙ্গে পাটুলিতে আড্ডার ছবি, দাবি সহ কর্মীদের।
শনিবার রাত ৩টে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অনলাইন ছিলেন পল্লবী। সোশ্যাল মিডিয়া স্টোরিতে পোস্টন করে বয়ফ্রেন্ডের সঙ্গে পাটুলিতে আড্ডার ছবি, দাবি সহ কর্মীদের।
advertisement
8/9
এমআর বাঙুর হাসপাতালে অভিনেতা অভিনেত্রীরা আসেন। অভিনেতা ভরতকল জানান, এটা আশা করিনি পল্লবীর থেকে। কিছু ব্যক্তিগত সমস্যা হলে সেটা সমাধান পথ বের করা দরকার। এভাবে চলে যাবে ভাবিনি।অভিনেত্রী জয়শ্রী, সুচিস্মিতা সহ একাধিক অভিনেত্রী ও অভিনেতারা পল্লবীর আত্মহত্যার খবর মেনে নিতে পারছেন না। কী কারণে আত্মহত্যা, তার তদন্ত দাবি করছেন সকলে৷ 
এমআর বাঙুর হাসপাতালে অভিনেতা অভিনেত্রীরা আসেন। অভিনেতা ভরতকল জানান, এটা আশা করিনি পল্লবীর থেকে। কিছু ব্যক্তিগত সমস্যা হলে সেটা সমাধান পথ বের করা দরকার। এভাবে চলে যাবে ভাবিনি।অভিনেত্রী জয়শ্রী, সুচিস্মিতা সহ একাধিক অভিনেত্রী ও অভিনেতারা পল্লবীর আত্মহত্যার খবর মেনে নিতে পারছেন না। কী কারণে আত্মহত্যা, তার তদন্ত দাবি করছেন সকলে৷ 
advertisement
9/9
পল্লবীরে দেহ ময়না তদন্ত জন্য বের করে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত পর গোটা বিষয় বোঝা যাবে কী ভাবে মৃত্যু। আত্মহত্যা নাকি অন্য কোনও ভাবে মৃত্যু? সম্পর্কে টানাপোড়েন নাকি মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ, সেটা পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর৷  ঘটনার সময় তার বয়ফ্রেন্ড কোথায় ছিলেন? তিনি কিছুই টের পেলেন না কেন? কি এমন ঘটলো যে চরম পরিণতি বেছে নিলেন পল্লবী, উঠছে প্রশ্ন? Reporter: Arpita Hazra
পল্লবীরে দেহ ময়না তদন্ত জন্য বের করে কাটাপুকুর মর্গে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত পর গোটা বিষয় বোঝা যাবে কী ভাবে মৃত্যু। আত্মহত্যা নাকি অন্য কোনও ভাবে মৃত্যু? সম্পর্কে টানাপোড়েন নাকি মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ, সেটা পরিষ্কার হবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর৷  ঘটনার সময় তার বয়ফ্রেন্ড কোথায় ছিলেন? তিনি কিছুই টের পেলেন না কেন? কি এমন ঘটলো যে চরম পরিণতি বেছে নিলেন পল্লবী, উঠছে প্রশ্ন? Reporter: Arpita Hazra
advertisement
advertisement
advertisement