Tollywood: ‘বাংলায় বাংলা ছবিই চলবে’! বলিউডের চাপে কোনঠাসা বাংলা ছবি, দেব, ঋতুপর্ণা, কৌশিকদের সঙ্গে বৈঠক শেষে বড় ঘোষণা মন্ত্রী অরূপের

Last Updated:

Tollywood: বাংলার প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে বাংলার ছবির শো টাইম পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

‘বাংলায় বাংলা ছবিই চলবে’! বলিউডের চাপে কোনঠাসা বাংলা ছবি, দেব, ঋতুপর্ণা, কৌশিকদের সঙ্গে বৈঠক শেষে বড় ঘোষণা মন্ত্রী অরূপের
‘বাংলায় বাংলা ছবিই চলবে’! বলিউডের চাপে কোনঠাসা বাংলা ছবি, দেব, ঋতুপর্ণা, কৌশিকদের সঙ্গে বৈঠক শেষে বড় ঘোষণা মন্ত্রী অরূপের
কলকাতা: বাংলার প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে বাংলার ছবির শো টাইম পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সমস‍্যা নিয়ে আগেই সরব হয়েছিলেন টলিউডের প্রথম সারীর কলাকুশলীরা। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ পরিচালক-প্রযোজক-পরিবেশক ও হল মালিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বৈঠক শেষে মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন বাংলার হলে প্রাধান‍্য দিতেই হলে বাংলা ছবিকে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘চলতে চলতে সমস্যা হয় আবার চলতে চলতে সমস্যা মিটে যায়৷ একসঙ্গে বসলাম। মিটে গেল। বাংলা ভাষাকে গলা টিপে মারার চোষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। বাংলায় বাংলা সিনেমায় প্রাধান্য পাবে।’’
advertisement
advertisement
লড়াইয়ের বার্তা দিলেন বাংলা ছবির অন‍্যতম অভিনেতা এবং প্রজোযক দেব। তিনি বলেন,‘‘আমরা লড়াই করতে পারিনি তাই বাংলায় এই ধরণের কথা ওঠে। হিন্দি ছবি মুক্তির সময় ডিস্ট্রিবিউটররা সিঙ্গেল স্ক্রিনেকে শর্ত দেন প্রতিটি শো তাদের দিতে নইলে তার ছবি দেবেন না। এই শর্ত দক্ষিণ ভারতে করতে পারেন না কারণ মাতৃষায় ছবি দেখানকে প্রধান্য দেওয়া হয় তাহলে বাংলার ক্ষেত্রে কেন?’’
advertisement
প্রসঙ্গত, হিন্দি ছবির ‘দাপটে’ বাংলা ছবির প্রদর্শন সঙ্কটে। এই বিষয়ে গত মঙ্গলবারই বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারীর অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক-সহ একাধিক কলাকুশলী একজোট হয়ে চিঠি লেখেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, শ্রীকান্ত মোহতা-সহ বহু বিশিষ্ট ব‍্যক্তি সরব হয়েছেন বলিউডের আগ্রাসন নিয়ে। বাংলার সিনেমা হলগুলিতে সিঙ্গেল স্ক্রিন পাওয়ার সমস‍্যার সমাধানেই আজ, বৃহস্পতিবার বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: ‘বাংলায় বাংলা ছবিই চলবে’! বলিউডের চাপে কোনঠাসা বাংলা ছবি, দেব, ঋতুপর্ণা, কৌশিকদের সঙ্গে বৈঠক শেষে বড় ঘোষণা মন্ত্রী অরূপের
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement