Tollywood: এই প্রথম খলনায়িকার চরিত্রে অপরাজিতা আঢ্য, প্রকাশ্যে নতুন ছবি 'বানসারা'য় অভিনেত্রীর 'রাজমাতা'র লুক
- Published by:Rukmini Mazumder
- Reported by:Manash Basak
Last Updated:
নতুন ছবি 'বানসারা'য় নেগেটিভ চরিত্রে দেকা দেবেন অপরাজিতা
কলকাতা: এবার নেগেটিভ চরিত্রে অপরাজিতা আঢ্য। খলনায়িকার চরিত্রে তাঁকে দেখা যাবে নতুন ছবি ‘বানসারা’ তে। এক্কেবারে ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।
টেলিভিশন থেকে বড়পর্দা… সর্বত্রই তিনি নতুন নতুন চরিত্রে দর্শকদের বারবর তাক লাগিয়েছেন। এবার খলনায়িকার চরিত্রে ধরা দিতে চলেছেন অপরাজিতা আঢ্য। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। ছবির নাম ‘বানসারা’। ছবির পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে এল এই ছবিতে অপরাজিতার লুক। বোঝাই যাচ্ছে, নানা ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে অপরাজিতার লুক সেট নিয়ে। রাজমাতার চরিত্রে তিনি অভিনয় করছেন, যার ধূসর দিকটা ছবির আসল চমক।
advertisement
‘ বানসারা’র আরও বড় চমক ৪০ ফুট উচ্চতার বনদেবীর মূর্তি।পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে চলছে বানসারার শ্যুটিং। ৪০ ফুট দেবীর মূর্তি, একটা গ্রামের সব মাটির বাড়িকে রং করে সেট তৈরি। পুরুলিয়ার পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে শুরু হয়েছিল ‘বানসারা’র শ্যুটিং। পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে ৪০ ফুট দেবীর মূর্তি। একটা গোটা গ্রামের মাটির বাড়ি রং করে তৈরি করা হয়েছে শ্যুটিং সেট। প্রতিদিন প্রায় ছ’শো থেকে সাতশো জনের টিম নিয়ে শ্যুটিং। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। মুখ্য চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেতা বনি সেনগুপ্ত ও মুন সরকার।
advertisement
advertisement
এবারে কলকাতা শহরে চলছে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। এই প্রথম অপরাজিতা আঢ্যকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। ‘বানসারা’ পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। পরিচালক আতিউল ইসলাম জানান ‘এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। তিনটি গান রয়েছে। এই ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে দর্শক দেখলে চমকে যাবে। এই ছবিতে তানিসি মুখোপাধ্যায় অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। দর্শকের জন্য অনেক চমক আছে এই ছবিতে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 11:40 AM IST