Tollywood: এই প্রথম খলনায়িকার চরিত্রে অপরাজিতা আঢ্য, প্রকাশ্যে নতুন ছবি 'বানসারা'য় অভিনেত্রীর 'রাজমাতা'র লুক

Last Updated:

নতুন ছবি 'বানসারা'য় নেগেটিভ চরিত্রে দেকা দেবেন অপরাজিতা

এবার নেগেটিভ চরিত্রে অপরাজিতা আঢ্য ....প্রকাশ্যে এল 'বানসারা'য় অপরাজিতার রাজমাতা লুক....
এবার নেগেটিভ চরিত্রে অপরাজিতা আঢ্য ....প্রকাশ্যে এল 'বানসারা'য় অপরাজিতার রাজমাতা লুক....
কলকাতা: এবার নেগেটিভ চরিত্রে অপরাজিতা আঢ্য। খলনায়িকার চরিত্রে তাঁকে দেখা যাবে নতুন ছবি ‘বানসারা’ তে। এক্কেবারে ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন অভিনেত্রী।
টেলিভিশন থেকে বড়পর্দা… সর্বত্রই তিনি নতুন নতুন চরিত্রে দর্শকদের বারবর তাক লাগিয়েছেন। এবার খলনায়িকার চরিত্রে ধরা দিতে চলেছেন অপরাজিতা আঢ্য। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে। ছবির নাম ‘বানসারা’। ছবির পরিচালক আতিউল ইসলাম। প্রকাশ্যে এল এই ছবিতে অপরাজিতার লুক। বোঝাই যাচ্ছে, নানা ধরনের এক্সপেরিমেন্ট হয়েছে অপরাজিতার লুক সেট নিয়ে। রাজমাতার চরিত্রে তিনি অভিনয় করছেন, যার ধূসর দিকটা ছবির আসল চমক।
advertisement
‘ বানসারা’র আরও বড় চমক ৪০ ফুট উচ্চতার বনদেবীর মূর্তি।পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে চলছে বানসারার শ্যুটিং। ৪০ ফুট দেবীর মূর্তি, একটা গ্রামের সব মাটির বাড়িকে রং করে সেট তৈরি। পুরুলিয়ার পাহাড়ের উপরে একের পর এক সেট ফেলে শুরু হয়েছিল ‘বানসারা’র শ্যুটিং। পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে ৪০ ফুট দেবীর মূর্তি। একটা গোটা গ্রামের মাটির বাড়ি রং করে তৈরি করা হয়েছে শ্যুটিং সেট। প্রতিদিন প্রায় ছ’শো থেকে সাতশো জনের টিম নিয়ে শ্যুটিং। পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আতিউল ইসলাম। মুখ্য চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য, অভিনেতা বনি সেনগুপ্ত ও মুন সরকার।
advertisement
advertisement
এবারে কলকাতা শহরে চলছে ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং। এই প্রথম অপরাজিতা আঢ্যকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে। ‘বানসারা’ পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে ‘বানসারা’। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। পরিচালক আতিউল ইসলাম জানান ‘এই ছবিতে প্রতিটা চরিত্রের আলাদা স্তর রয়েছে। তিনটি গান রয়েছে। এই ছবিতে অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত কে দর্শক দেখলে চমকে যাবে। এই ছবিতে তানিসি মুখোপাধ্যায় অপরাজিত আঢ্যর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে। দর্শকের জন্য অনেক চমক আছে এই ছবিতে।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: এই প্রথম খলনায়িকার চরিত্রে অপরাজিতা আঢ্য, প্রকাশ্যে নতুন ছবি 'বানসারা'য় অভিনেত্রীর 'রাজমাতা'র লুক
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement