Srabanti Chatterjee: পরিবারের নতুন অতিথিকে নিয়ে কেমন কাটল শ্রাবন্তীর রঙিন দীপাবলি, রইল ঝলক
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Srabanti Chatterjee: নতুন অতিথিকে নিয়ে কেমন কাটল শ্রাবন্তীর দীপাবলি তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
কলকাতা: শ্রাবন্তীর পরিবারে কিছুদিন আগেই এসেছে নতুন সদস্য৷ সোশ্যাল মিডিয়ায় খুদের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী৷ নতুন অতিথিকে নিয়ে কেমন কাটল শ্রাবন্তীর দীপাবলি তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তার উপর আবার সদ্যই প্রফুল্ল রূপে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী৷
কালীপুজোর আলোর রোশনাইয়ে সকলের মতোই বাড়িতে প্রদীপ জালিয়েছেন নায়িকা৷ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ঝলকও শেয়ার করেছেন শ্রাবন্তী৷ ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি৷ শ্রাবন্তী এবার কীভাবে দিওয়ালি সেলিব্রেশন করলেন, তা দেখতেই ঝাপিয়ে পড়েছেন ভক্তরা৷
advertisement
advertisement
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
শ্রাবন্তীর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে আলোয় সাজানা বাড়ি, প্রদীপ জ্বালাচ্ছেন অভিনেত্রী৷ আর বাড়ির মধ্যেই ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর প্রিয় পোষ্যরা৷ শ্রাবন্তীও হাসিমুখে তাঁদের পিছনে ছুটছেন৷ এই ভিডিও পোস্ট করেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন৷ একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবারও তার অন্যথা হল না৷ প্রিয়জনদের সঙ্গে দীপাবলির রঙিন মুহূর্ত শেয়ার করে তাক লাগিয়েছেন নায়িকা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 10:09 AM IST