Parno Mittra: সবচেয়ে কাছের প্রিয়জনকে হারালেন পার্নো,পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী

Last Updated:

Parno Mittra: পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র৷ আচমকাই ছেড়ে চলে গেল পার্নোর প্রাণের চেয়ে প্রিয়জন৷ নিজের সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী৷

প্রিয়জনকে হারালেন পার্নো, আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
প্রিয়জনকে হারালেন পার্নো, আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
কলকাতা: পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র৷ চারিদিকে উৎসবের মরশুম৷ কয়েকদিন বাদেই খুশির ইদ, তারপরেই শুরু হবে নতুন বাংলা বছর৷ এত আনন্দ-উৎসবের মধ্যে আচমকাই ছেড়ে চলে গেল পার্নোর প্রাণের চেয়ে প্রিয়জন৷ নিজের সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হারানোর যন্ত্রণার কথা তুলে ধরেছেন অভিনেত্রী৷ ভয়ঙ্কর একটা খারাপ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী৷ নিজের সন্তানতুল্য চারপেয়ে সন্তান কেদারনাথ, যাকে আদর করে কেদু বলে ডাকতেন অভিনেত্রী তাকেই চিরতরে হারালেন পার্নো৷ কেদুর সঙ্গে কাটানো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷

View this post on Instagram

A post shared by parnomittrah (@parnomittra)

advertisement
advertisement
প্রাণের চেয়ে প্রিয় সারমেয়র সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেছেন নায়িকা৷ আজ থেকে প্রায় ৬ বছর কেদুকে দত্তক নিয়েছিলেন পার্নো৷ তার দুষ্টুমির কথা জানিয়ে পার্নো লেখেন, কেদু পুরো পাড়া মাতিয়ে রাখত৷ কখনও প্রতিবেশির ঘরে ঢুকে পড়া তো কখনও কারোর ঘর থেকে জুতো কিংবা খাবার চুরি করা,তার নিত্যদিনের কাজ ছিল৷ এমনকি হাঁটতে বেরিয়েও রাস্তায় অন্যের গাড়িতে চড়ে বসত কেদু৷ অভিনেত্রীর প্রিয় জামাকাপড় থেকে জুতো, গাড়ির চাবি চেবাতেও পটু ছিল কেদু৷ এভাবেই ধীরে ধীরে গোটা দুনিয়া হয়ে উঠেছিল সোনা বাচ্চাটা৷ সন্তানতুল্য পোষ্যকে হারিয়ে কান্নায় শোকে কাতর অভিনেত্রী৷
advertisement
পার্নো আরও লেখেন- আজ আমাদের গোটা দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে গেল৷ আমাদের সোনা ছেলেটা চলে গেল৷ ছয় বছর আগে আমার কোলে এই বাড়িতে এসেছিল৷ আজ নিজের হাতে ওকে কবর দিলাম৷ কেদুর ভেজা চুম্বন আর দুষ্টুমি ফিরে আসবে না৷ শেষে লেখেন- গুডবাই সোনা, ওপারে দেখা হবে৷ পার্নোর এই পোস্টে সকলেই কেদুর শান্তি কামনা করেছেন৷ অভিনেত্রীর সহকর্মীরা তাকে শক্ত হওয়ার সাহস জুগিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parno Mittra: সবচেয়ে কাছের প্রিয়জনকে হারালেন পার্নো,পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement