Parno Mittra: সবচেয়ে কাছের প্রিয়জনকে হারালেন পার্নো,পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী

Last Updated:

Parno Mittra: পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র৷ আচমকাই ছেড়ে চলে গেল পার্নোর প্রাণের চেয়ে প্রিয়জন৷ নিজের সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী৷

প্রিয়জনকে হারালেন পার্নো, আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
প্রিয়জনকে হারালেন পার্নো, আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
কলকাতা: পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা খেলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র৷ চারিদিকে উৎসবের মরশুম৷ কয়েকদিন বাদেই খুশির ইদ, তারপরেই শুরু হবে নতুন বাংলা বছর৷ এত আনন্দ-উৎসবের মধ্যে আচমকাই ছেড়ে চলে গেল পার্নোর প্রাণের চেয়ে প্রিয়জন৷ নিজের সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হারানোর যন্ত্রণার কথা তুলে ধরেছেন অভিনেত্রী৷ ভয়ঙ্কর একটা খারাপ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী৷ নিজের সন্তানতুল্য চারপেয়ে সন্তান কেদারনাথ, যাকে আদর করে কেদু বলে ডাকতেন অভিনেত্রী তাকেই চিরতরে হারালেন পার্নো৷ কেদুর সঙ্গে কাটানো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী৷

View this post on Instagram

A post shared by parnomittrah (@parnomittra)

advertisement
advertisement
প্রাণের চেয়ে প্রিয় সারমেয়র সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেছেন নায়িকা৷ আজ থেকে প্রায় ৬ বছর কেদুকে দত্তক নিয়েছিলেন পার্নো৷ তার দুষ্টুমির কথা জানিয়ে পার্নো লেখেন, কেদু পুরো পাড়া মাতিয়ে রাখত৷ কখনও প্রতিবেশির ঘরে ঢুকে পড়া তো কখনও কারোর ঘর থেকে জুতো কিংবা খাবার চুরি করা,তার নিত্যদিনের কাজ ছিল৷ এমনকি হাঁটতে বেরিয়েও রাস্তায় অন্যের গাড়িতে চড়ে বসত কেদু৷ অভিনেত্রীর প্রিয় জামাকাপড় থেকে জুতো, গাড়ির চাবি চেবাতেও পটু ছিল কেদু৷ এভাবেই ধীরে ধীরে গোটা দুনিয়া হয়ে উঠেছিল সোনা বাচ্চাটা৷ সন্তানতুল্য পোষ্যকে হারিয়ে কান্নায় শোকে কাতর অভিনেত্রী৷
advertisement
পার্নো আরও লেখেন- আজ আমাদের গোটা দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে গেল৷ আমাদের সোনা ছেলেটা চলে গেল৷ ছয় বছর আগে আমার কোলে এই বাড়িতে এসেছিল৷ আজ নিজের হাতে ওকে কবর দিলাম৷ কেদুর ভেজা চুম্বন আর দুষ্টুমি ফিরে আসবে না৷ শেষে লেখেন- গুডবাই সোনা, ওপারে দেখা হবে৷ পার্নোর এই পোস্টে সকলেই কেদুর শান্তি কামনা করেছেন৷ অভিনেত্রীর সহকর্মীরা তাকে শক্ত হওয়ার সাহস জুগিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parno Mittra: সবচেয়ে কাছের প্রিয়জনকে হারালেন পার্নো,পয়লা বৈশাখের আগেই বড় ধাক্কা! শোকে পাথর অভিনেত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement