Viral Video|| 'বাদাম বাদাম' গানে তুমুল নাচ অভিনেতা নীল-রুবেল-রোহনের, বিদ্যুৎ গতিতে ভাইরাল ভিডিও...

Last Updated:

Tollywood Viral Dance: টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য, রুবেল এবং রোহন তিনজনে মিলে নাচলেন বীরভূমের ভুবন বাদ্যকারের জনপ্রিয় 'কাঁচা বাদাম' গানের তালে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

নীল-রুবেল-রোহনের নাচ।
নীল-রুবেল-রোহনের নাচ।
#কলকাতা: টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য, রুবেল এবং রোহন তিনজনে মিলে নাচলেন বীরভূমের ভুবন বাদ্যকারের জনপ্রিয় 'কাঁচা বাদাম' গানের তালে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। নীল রোহন এবং রুবেল তিনজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেভিডিওটি শেয়ার করেছেন।
নীল-রোহন এবং রুবেলর নাচের কথা তাঁদের সোশ্যাল মিডিয়ায় দৌলতে এখন আর কারও অজানা নয়। অভিনয়ের ফাঁকে সুযোগ পেলেই ট্রেন্ডিং নানা গানের সঙ্গে পা মেলাতে দেখা যায় তাঁদের। বানান রিলস, যা দেখার জন্য ভিড় জমান তাঁদের ফ্যানরা। এ বারেও তার ব্যতিক্রম হল না। নীল-রোহন এবং রুবেলের আজকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন 'হট কেক'।
advertisement
advertisement
নীলের জনপ্রিয় সিরিয়াল 'কৃষ্ণকলি' সম্প্রতি শেষ হয়েছে। বর্তমানে 'উমা' ধারাবাহিকের অভিমুন্য চরিত্রে অভিনয় করছেন। সেই শুটিং ফ্লোরে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় রিলস ভিডিওগুলিতে। এ ছাড়া স্ত্রী তৃণাও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। ফলে প্রায় দিনই দু'জনের দেখা মেলে রিলস ভিডিওতে। যেখানেই যান দু'জনে, নাচের ভিডিও আপলোড করতে দেরী হয় না। ফলে নীল যে ভাল নাচতে পারেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
 
 
 
View this post on Instagram
 
 
 

A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)

advertisement
View this post on Instagram

A post shared by Rubel Das (@rubel.official)

advertisement
রুবেল অভিনয় করেন যমুনা ঢাকি সিরিয়ালের সঙ্গীত চরিত্রে। শ্যুটিং ফ্লোরে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় নাচতে। রোহনের নাচ নিয়েও সকলের জানা। রোহন এই ই মুহূর্তে জি-বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকে কাজ করছেন রোহন। টিআরপি’র নিরিখে সেই ধারাবাহিকের জনপ্রিয়তা যথেষ্ট ওপরের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video|| 'বাদাম বাদাম' গানে তুমুল নাচ অভিনেতা নীল-রুবেল-রোহনের, বিদ্যুৎ গতিতে ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement