Tollywood Actress Childhood image: ছবির এই খুদেই আজ দাপুটে অভিনেত্রী! সিনেমা, সিরিয়াল, ওয়েব সর্বত্র তাঁর তুখড় অভিনয়... বলুন তো কে?

Last Updated:

Tollywood Actress Childhood image: বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-র মুখ্য চরিত্র তিনি।

তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। প্রথমে ‘কালি আমার মা’ নামের একটি ছবিতে অভিনয় করেন তিনি। তবে পরিচিতি পান ‘বউ কথা কও’-মেগা ধারাবাহিক থেকে । এরপর ‘ভুলে যেও না প্লিজ’, ‘নকশি কাঁথা’-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। পাশাপাশি, রাজ চক্রবর্তীর প্রোডাকশন ‘নিমকি ফুলকি’, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘প্রাক্তন’, ‘গোত্র’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। ‘ইন্দু’, ‘গোরা-২’ ওয়েব সিরিজে নজর কেড়েছেন তিনি।
স্বাধীনতা দিবসের দিন আইনি বিয়ে করেছিলেন তিনি। স্বামীও বড় পরিচালক। টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত এবং নামী স্ক্রিনরাইটার। ‘প্রেম আমার’-এর মতো বাজার সফল ছবির স্ক্রিনরাইটার ও সংলাপ তাঁরই লেখা।
advertisement
বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-র মুখ্য চরিত্র তিনি। মেয়েরা মেয়েদের শত্রু নয়, এই বার্তা নিয়ে শুরু হয়েছিল ‘কার কাছে কই মনের কথা’। পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ছবির অভিনেত্রীর চরিত্রের নাম শিমূল। পাশাপাশি এই মেগার হাত ধরে ‘নেতাজী’র শেষের বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন বাসবদত্তা। সঙ্গে ‘লালকুঠি’র পর আবার মেগায় ফিরেছেন স্নেহা চট্টোপাধ্যায়। এবার বুঝতে পেরেছেন তো আজ্ঞে হ্যাঁ। তিনি জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। ছোটবেলার ছবিতে মুখের আদল এক থাকলেও উত্তর দিতে হিমশিম খাচ্ছেন সবাই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actress Childhood image: ছবির এই খুদেই আজ দাপুটে অভিনেত্রী! সিনেমা, সিরিয়াল, ওয়েব সর্বত্র তাঁর তুখড় অভিনয়... বলুন তো কে?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement