Tollywood Actor Dev: খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের "প্রজাপতি", সরস্বতী পুজোয় জানালেন দেব

Last Updated:

দেব ট্যুইট করলেন, '' বাঙালির Valentines Day - তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের "প্রজাপতি"

#কলকাতা: বছরের প্রথম দিন টলিউডের 'মহাদেব' জানিয়েছিলেন তাঁর আগামী ছবির নাম, ‘প্রজাপতি’! এবার, সরস্বতী পুজোর দিন প্রকাশ্যে আনলেন ছবির পোস্টার! দেব ট্যুইট করলেন, '' বাঙালির Valentines Day - তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের "প্রজাপতি" ।'' সঙ্গে শেয়ার করলেন ছবির পোস্টার!
advertisement
বিগত ২ বছর ধরেই করোনার কোপে সিনেমার বাজার বেজায় মন্দা! ফিল্ম ইন্ডাস্ট্রি মনে করেছিল, চলতি বছরে হয়তো বা ভাগ্য ফিরবে! কিন্তু সেখানেও দশায় মশা! নতুন বছর শুরু হতে না হতেই ঝাঁপিয়ে পড়ল করোনার নতুন প্রজাতি ওমিক্রন! ব্যাস! নানা রাজ্যে আরোপিত হতে থাকল নয়া কোভিড-বিধি নিষেধ! কোথাও বা বন্ধ হল সিনেমা হল, কোথাও বা নিয়ন্ত্রণ করা হল দর্শক সংখ্যা! মোটের উপর, ফের সিনেমার কপালে শনি ড্যাংড্যাং করে নাচতে শুরু করল! এরমধ্যেই কিন্তু জয়ের হাজি হাসল প্রযোজক অভিনেতা দেব (Dev) ও পরিচালক অভিজিৎ সেন জুটির প্রথম ছবি 'টনিক'। আট থেকে আশির দর্শক, সমালোচক মায় নিন্দুকেরাও মানতে বাধ্য 'টনিক' এবছরের অন্যতম সেরা পারিবারিক ছবি! এই জুটির দ্বিতীয় ছবি 'প্রজাপতি'।
advertisement
দেব আগেই জানিয়েছিলেন ২০২২ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'প্রজাপতি' অর্থাৎ এই বছর 'প্রজাপতি'র সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন দেব। দেব জানিয়েছেন এটি তাঁর অন্যতম স্বপ্নের প্রজেক্ট। পরিচালনায় অভিজিৎ সেন। প্রযোজক অতনু রায়চৌধুরী! দেব-অভিজিৎ সেন- অতনু রায়চৌধুরী ট্রায়ো 'টনিক'-এর পর ফের একবার বক্সঅফিসে রাজ করবে বলে আশাবাদী দর্শক। চলতি বছর থাকছে দেবের পরপর সারপ্রাইজ! শুধু 'প্রজাপতি' নয়, পুজোয় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি ‘কাছের মানুষ’। ছবিতে এই প্রথম দেব আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখোমুখি।
advertisement
প্রেক্ষাগৃহে হলিউড ছবি ‘স্পাইডারম্যান’ এবং বলিউডের ‘৮৩’-কে রীতিমতো টেক্কা দিয়েছে দেব-এর 'টনিক'! গল্পে দেব পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার জীবনের 'টনিক'। সুপারহিট পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের কেমিস্ট্রি!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actor Dev: খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের "প্রজাপতি", সরস্বতী পুজোয় জানালেন দেব
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement