Abir Chatterjee: মুখ খুললেন আবীর, পরিচালক-প্রযোজকের সমস্ত অভিযোগের স্পষ্ট উত্তর দিলেন টলি অভিনেতা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Abir Chatterjee: সোমবার সাংবাদিক বৈঠক ডেকে আবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুজোর ছবি 'যত কাণ্ড কলকাতাতেই' এর পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসল হাসান। এবার মুখ খুললেন আবীর চট্টোপাধ্যায়।
কলকাতা: সোমবার সাংবাদিক বৈঠক ডেকে আবীর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পুজোর ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ এর পরিচালক অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসল হাসান। তাঁদের দাবি, নায়ক উইন্ডোজ় প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মুক্তি চাইছেন না, এবং ছবির প্রচারেও থাকছেন না।
মুম্বই থেকে সরাসরি অভিনেতা আবীর চট্টোপাধ্যায় নিউজ ১৮ বাংলাকে বললেন, এই বছর যে তাঁর ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে, তা সকলের জানা। তাই ওই একই সময়ে কীভাবে আরও একটি ছবি মুক্তির সিদ্ধান্ত অন্য ছবির প্রযোজকেরা ভাবলেন তা সত্যিই জানা নেই। প্রযোজকের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকেও প্রসঙ্গটা এসেছিল।একজন অভিনেতা সিদ্ধান্ত নিতে পারেন না, ছবি কখন মুক্তি পাবে। প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে তাঁর কিছু বলার থাকতে পারে না। তবে তিনি সবটা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
আরও পড়ুন-৪ কন্যা সন্তানকেই হারিয়েছেন সানি লিওন, শোকে পাথর নায়িকা, ফাঁস করলেন ভয়ানক যন্ত্রণার কথা…
ছবির ডাবিং-এর সময়েও আবীর বলেছিলেন প্রযোজককে ২০২৫-এর পুজোয় ‘রক্তবীজ২’ মুক্তি পাচ্ছে। একই সময়ে এই ছবি মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে। চুক্তির বিষয়টি দূরে সরিয়ে রাখলেও, একজন অভিনেতা কি কখনও চাইবে পুজোয় দর্শক ভাগ হয়ে যাক? তাঁর যদি ছবি মুক্তিতে আপত্তিই থাকত তা হলে শনিবার কেন ছবির প্যাচ ডাবিং করলেন তিনি? তাঁর তো এটা করা উচিত ছিল না বলে তিনি জানান।
advertisement
advertisement
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন
অভিনেতার দাবি, ওই দিন ডাবিং করতে গিয়ে তিনি প্রথম জেনেছেন, অনীকের অসুস্থতার কথা। ‘জানামাত্র ওঁকে বললাম, দাদা তোমার অসুস্থতার কথা জানা ছিল না। বলতে না বলতেই দেখি, দাদা ধূমপান করছেন। ফুসফুসের কথা মনে করিয়ে দিয়ে ওঁকে ধূমপান ছেড়ে দেওয়ারও অনুরোধও জানাই। শনিবার এত কথার পরে অভিনেতাকে না জানিয়ে রবিবার ঘোষণা করা হয় সাংবাদিক বৈঠকের। তাঁর জিজ্ঞাসা, এটা কেমন সৌজন্যে?’
advertisement
অনীক দত্তের অভিযোগের উত্তর দেওয়ার পাশাপাশি তিনি জবাব দিয়েছেন প্রযোজকের বক্তব্য নিয়েও। আবীরের স্পষ্ট জবাব, হাসানদা জানতে চেয়েছেন, ছবি বড় না অভিনেতা? নিজেই তার উত্তরও দিয়েছেন। জানিয়েছেন ছবি। সেই জন্যই বোধহয় একদম শুরু থেকে পুজোয় ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মুক্তি নিয়ে আমার কোনও আপত্তিই কানে তোলেননি তিনি। তিনি এও জানান ছবিটি নিজ গুনেই দর্শকদের মন জয় করে নেবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 12:15 PM IST