Salman Khan-Katrina Kaif: জল্পনার অবসান, মুক্তি পাচ্ছে টাইগার-৩! ঘোষণা করা হল ছবি মুক্তির সময়

Last Updated:

অপেক্ষার অবসান! সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত 'টাইগার ৩'-এর পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অপেক্ষার অবসান! সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’-এর পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইনস্টাগ্রামে সলমন খান ছবির পোস্টারটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “আ রাহা হুঁ!’
বলিউডের ভাইজান লেখেন ‘ আসছি, ২০২৩ সালের দীপাবলিতে #Tiger3 নিয়ে। আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে আমদের ছবি।” পোস্টারে দেখা যাচ্ছে সলমন ও ক্যাটরিনা ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে। টাইগার রূপে সলমন, সঙ্গে গলায় অতিপরিচিত স্কার্ফ।
advertisement
advertisement
পোস্টারটি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “নেই কোনও সীমা। নেই ভয়। পিছনে ফিরে দেখার কিছু। এই দীপাবলিতে প্রেক্ষাগৃহে #Tiger3। শুধুমাত্র আপনার কাছাকাছি হলে #YRF50-এর সঙ্গে উদযাপন করুন #Tiger3। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে।”
advertisement
‘পাঠান’ মুক্তির পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এটি ই ‘পাঠান’-এর পর YRF-এর ‘স্পাই ইউনিভার্স’-এর পঞ্চম ছবি হতে চলেছে। সলমন খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতীক্ষিত এই ছবিটির শ্যুট বিশ্বের নানা জায়গায় করা হয়েছে, এটি দর্শকদের একদম একটি অন্যরকম সিনেমাটিক অভিজ্ঞতা দেবে বলেনই আশা করছেন ছবির নির্মাতারা।
advertisement
advertisement
জুন মাসে, ‘টাইগার ৩’-এর একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় দেখা গিয়েছিল। ছোট্ট সেই ক্লিপটিতে সালমান খান ও শাহরুখ খানকে দেখা গিয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সলমন ওরফে পর্দার ‘টাইগার’ কপালে আঘাত পেয়েও ছুটছে, আর তাঁকে অনুসরণ করছেন ‘পাঠান’ রূপী শাহরুখ।
পাঠান-এ সলমননের ঝলক ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল। অভিনেতা ‘পাঠান’-এ টাইগারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং সেখানেই বলা হয়েছিল টাইগার যাচ্ছে মিশনে, ভবিষ্যতে যদি দরকার পরে ‘পাঠান’কে তাঁর প্রয়োজন হতে পারে সহায়তা জন্য, যা ‘টাইগার ৩’-এর উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছিল।
advertisement
অন্যদিকে, সামনের সপ্তাহেই মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত, অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। ইতিমধ্যেই এই ছবির টিকিটের প্রি-বুকিং ভেঙেছে বহু ছবির রেকর্ড। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দীপিকা পাডুকোন, নয়নথারা ও বিজয় সেতুপতিকে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan-Katrina Kaif: জল্পনার অবসান, মুক্তি পাচ্ছে টাইগার-৩! ঘোষণা করা হল ছবি মুক্তির সময়
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement