Neel Bhattacharya and Trina Saha: নীল-তৃনার নতুন পথ চলা শুরু! সাক্ষী থাকলেন অপরাজিতা-সৌরভ, রইল ছবি

Last Updated:
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা শুরু করলেন নতুন পথ চলা। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল 'ক্লথ বাই তৃনীল' (Kloth By Trineel)-এর অনুষ্ঠানিক শুভসূচনা।
1/8
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা শুরু করলেন নতুন পথ চলা। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল 'ক্লথ বাই তৃনীল' (Kloth By Trineel)-এর অনুষ্ঠানিক শুভসূচনা।
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা শুরু করলেন নতুন পথ চলা। বুধবার অনুষ্ঠিত হয়ে গেল 'ক্লথ বাই তৃনীল' (Kloth By Trineel)-এর অনুষ্ঠানিক শুভসূচনা।
advertisement
2/8
ঝলমলে পোষাকে এবার পুজোর নানান লুকে হয়েছে এক গ্র‍্যান্ড র‍্যাম্প শোও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের গুণী তারকারা। কার্যত চাঁদেরহাট বসেছিল "Kloth By Trineel"-এর এই র‍্যাম্প শোতে।
ঝলমলে পোষাকে এবার পুজোর নানান লুকে হয়েছে এক গ্র‍্যান্ড র‍্যাম্প শোও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের গুণী তারকারা। কার্যত চাঁদেরহাট বসেছিল "Kloth By Trineel"-এর এই র‍্যাম্প শোতে।
advertisement
3/8
 অভিনয় জগতে বেশ জনপ্রিয় মুখ ও জনপ্রিয় তারকা দম্পতি হল নীল-তৃনা। তবে এবারে তাঁদের নতুন পথ চলা।  এবার পুজোর সপ্তমী থেকে দশমীর সমস্ত এক্লুসিভ লুকের পোষাকে র‍্যাম্প শো তে দেখা গিয়েছে কলকাতা শহরের নামকরা মডেলদের।
অভিনয় জগতে বেশ জনপ্রিয় মুখ ও জনপ্রিয় তারকা দম্পতি হল নীল-তৃনা। তবে এবারে তাঁদের নতুন পথ চলা।  এবার পুজোর সপ্তমী থেকে দশমীর সমস্ত এক্লুসিভ লুকের পোষাকে র‍্যাম্প শো তে দেখা গিয়েছে কলকাতা শহরের নামকরা মডেলদের।
advertisement
4/8
নারী-পুরুষ সকলের জন্য আছে নানা চোখ ধাঁধানো কালেকশন। গড়িয়াহাটের যশোদা ভবনের পাঁচতলায় অপরূপ রূপে সেজে উঠেছে "Kloth By Trineel"-এর এই শোরুম।
নারী-পুরুষ সকলের জন্য আছে নানা চোখ ধাঁধানো কালেকশন। গড়িয়াহাটের যশোদা ভবনের পাঁচতলায় অপরূপ রূপে সেজে উঠেছে "Kloth By Trineel"-এর এই শোরুম।
advertisement
5/8
র‍্যাম্পশোতে দেখা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে। শোস্টপার হিসাবে এক কালো পোষাকে অপরূপ লুকে ধরা দিয়েছিলেন তিনি।
র‍্যাম্পশোতে দেখা গিয়েছে অভিনেতা সৌরভ দাসকে। শোস্টপার হিসাবে এক কালো পোষাকে অপরূপ লুকে ধরা দিয়েছিলেন তিনি।
advertisement
6/8
শোয়ে দশমীর শোস্টপার হিসাবে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ঢাকের আওয়াজের সঙ্গে দশমির লুকে এইভাবে আগে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে।
শোয়ে দশমীর শোস্টপার হিসাবে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ঢাকের আওয়াজের সঙ্গে দশমির লুকে এইভাবে আগে কখনও দেখা যায়নি অভিনেত্রীকে।
advertisement
7/8
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা বলেন "Kloth by trineel" আমাদের দুজনের জীবনের এক নতুন ও বর্ণময় অধ্যায়। আমরা ভালোবেসে ও অনেকটা খেটে এই নতুন জার্নি টা শুরু করেছি। মানুষের ভালোবাসা পেয়ে আজ এই জায়গায় এসছি , আশা করছি আরও ভালোবাসা পাব।"
অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃনা সাহা বলেন "Kloth by trineel" আমাদের দুজনের জীবনের এক নতুন ও বর্ণময় অধ্যায়। আমরা ভালোবেসে ও অনেকটা খেটে এই নতুন জার্নি টা শুরু করেছি। মানুষের ভালোবাসা পেয়ে আজ এই জায়গায় এসছি , আশা করছি আরও ভালোবাসা পাব।"
advertisement
8/8
ডিজাইনার অভিষেক রায় শুরু থেকে নীল তৃণার এই জার্নিতে পাশে ছিলেন। তিনি বলেন, "ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেউ নতুন কিছু করলে সিনিয়র হিসেবে তাঁদেরকে স্বাগত জানানোই আমার একান্ত কর্তব্য।"
ডিজাইনার অভিষেক রায় শুরু থেকে নীল তৃণার এই জার্নিতে পাশে ছিলেন। তিনি বলেন, "ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কেউ নতুন কিছু করলে সিনিয়র হিসেবে তাঁদেরকে স্বাগত জানানোই আমার একান্ত কর্তব্য।"
advertisement
advertisement
advertisement