মুক্তি পেল সত্য়মেব জয়তের ৩টি পোস্টার, দর্শকদের মধ্য়ে টানটান উত্তেজনা

Last Updated:

অ্যাকশনে ভরপুর ছবি সত্যমেব জয়তের প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ৷ মুক্তি পেতেই তা ব্যাপক সাড়া জাগিয়েছে ৷ এই ছবিতে জন আব্রাহাম, মনোজ বাজপেয়িকে দেখা যাবে মুখ্য ভূমিকায় ৷ আগামী স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট মু্ক্তি পেতে চলেছে এই ছবি ৷ তাই এখন থেকে আর বেশিদিন বাকি নেই ৷

#মুম্বই: অ্যাকশনে ভরপুর ছবি সত্যমেব জয়তের প্রথম পোস্টার মুক্তি পেয়েছে ৷ মুক্তি পেতেই তা ব্যাপক সাড়া জাগিয়েছে ৷ এই ছবিতে জন আব্রাহাম, মনোজ বাজপেয়িকে দেখা যাবে মুখ্য ভূমিকায় ৷ আগামী স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ অগাস্ট মু্ক্তি পেতে চলেছে এই ছবি ৷ তাই এখন থেকে আর বেশিদিন বাকি নেই ৷
নবাগতা আয়েষা শর্মার প্রথম ছবি ৷ তিনি নেহা শর্মার বোন ৷ নবাগতা আয়েষা শর্মার প্রথম ছবি ৷ তিনি নেহা শর্মার বোন ৷
পরমাণুর সাফল্যে উৎসাহিত হয়ে আগামী ছবিরও পোস্টার লঞ্চ করেছেন প্রযোজক জন আব্রাহাম ৷ সঙ্গে সঙ্গেই তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ঘোষণা করেছেন সত্যমেব জয়তের মু্ক্তির কথা ঘোষণা করেছেন ৷ আগামী স্বাধীনতা দিবসে মুক্তি পাবে এই ছবি ৷
advertisement
advertisement
মনোজ বাজপেয়িকে এই ছবিতে দেখা যাবে পুলিশের ভূমিকায় ৷ মনোজ বাজপেয়িকে এই ছবিতে দেখা যাবে পুলিশের ভূমিকায় ৷
ছবির প্রথম লুকেই বড় বাইসেপের সঙ্গে দেখা গিয়েছে জনকে ৷ তাঁর পিছনে আগুনের প্রচ্ছদ আসলে বারবার প্রমাণ করেছে জাতীয়তাবাদের ৷ এই ছবি পাঞ্চ লাইন বেইমান পিটেগা, কোরাপশন মিটেগা ৷ মূলত দুর্নীতির বিরুদ্ধেই বার্তা দেওয়া হয়েছে ৷ ১৫ অগাস্ট অক্ষয় কুমারের গোল্ড ও মুক্তি পাবে ৷ তাই জোর টক্কর দেখা যাবে বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
एोूबोसान-ऱोबोूा
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুক্তি পেল সত্য়মেব জয়তের ৩টি পোস্টার, দর্শকদের মধ্য়ে টানটান উত্তেজনা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement