Oscars 2023: ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ! এবারের অস্কারে থাকবে না রেড কার্পেট, কেন এমন সিদ্ধান্ত!

Last Updated:

Oscars 2023: গত বছরের অস্কারেই সেই চড়-কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ।

অস্কার
অস্কার
লস অ্যাঞ্জেলস: ৬২ বছরের ঐতিহ্য ভেঙে যাবে চলতি বছরের অস্কারে। থাকবে না সেই রেড কার্পেট। লালের জায়গা নিল শ্যাম্পেন রং। এবার গোটা বিশ্বের তারকারা হেঁটে যাবেন শ্যাম্পেন রঙের কার্পেটের উপর দিয়ে। অস্কার ২০২৩-এর সঞ্চালক জিমি কিমেল সদ্যই এই রং বদলের খবর দিয়েছেন। একইসঙ্গে সঞ্চালক, কমেডিয়ান, প্রযোজকের মস্করা, ‘এ বছর লাল রঙের কার্পেটের বদলে শ্যাম্পেন রঙের কার্পেট পাতা হবে। এতেই প্রমাণিত হয়, আমরা কতটা আত্মবিশ্বাসী যে এই বছর কোনও রকম রক্তপাত হবে না।’
প্রসঙ্গত, গত বছরের অস্কারেই সেই চড়-কাণ্ড ঘটেছিল। স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথার চুল নিয়ে ঠাট্টা করায় সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরেছিলেন উইল স্মিথ। সেই প্রসঙ্গ টেনেই এ বছরের সঞ্চালকের এই মস্করা।
View this post on Instagram

A post shared by The Academy (@theacademy)

advertisement
advertisement
কিন্তু এই রং বদলের কারণ কী?
লাল রঙের তুলনায় এই রং চোখে আরাম দেবে বলে ধারণা উদ্যোক্তাদের। তা ছাড়া আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে একটি কমলা রঙের তাঁবু খাটানো হবে অতিথিদের জন্য। সেক্ষেত্রে দু’টি রং পাশাপাশি বেমানান লাগবে না। তা ছাড়া ছবি তোলার জন্য তারকাদের পোশাকের সঙ্গেও এই রং মানানসই বলে মনে করছেন তাঁরা।
advertisement
তাই এবারের ৯৫তম অস্কার অনুষ্ঠানে রং বদল করে ৬ দশকের ঐতিহ্য ভাঙা হবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscars 2023: ৬২ বছরের ঐতিহ্য ভঙ্গ! এবারের অস্কারে থাকবে না রেড কার্পেট, কেন এমন সিদ্ধান্ত!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement